রাতে আর্জেন্টিনা–উরুগুয়ের ফুটবল লড়াই
![]()
পক্ষকাল সংবাদ-
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ সোমবার, ১৮ নভেম্বর রয়েছে জমজমাট ফুটবল লড়াই। নেইমারহীন ব্রাজিলকে হারিয়ে লিওনেল মেসির আত্মবিশ্বাসী আর্জেন্টিনা আজ রাতে ফের মাঠে নামছে।
আলবিসেলেস্তে শিবিরের প্রতিপক্ষ আজ দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি উরুগুয়ে। মাঠের লড়াইয়ে বার্সেলোনার সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের মুখোমুখি হবেন ফুটবল জাদুকর মেসি। রাত ১টা ৪৫ মিনিট থেকে সরাসরি উপভোগ করা যাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি।
রয়েছে ২০২০ ইউরো বাছাই পর্বের লড়াইও। ইতালি ঘরের মাঠে লড়বে আর্মেনিয়ার বিপক্ষে। স্পেন স্বাগত জানাবে রোমানিয়াকে।
জিব্রাল্টারের মাঠ সফরে যাবে সুইজারল্যান্ড। গ্রীস আতিথ্য দিবে ফিনল্যান্ডকে। আর আয়ারল্যান্ড খেলবে ডেনমার্কের বিপক্ষে। রাতে মাঠে গড়াবে মাল্টা-নরওয়ে ও সুইডেন-ফারো আইল্যান্ডসের মধ্যকার ফুটবল লড়াইও।





    উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’    
    নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    
    বিশ্বকাপ বাছাইয়ের  ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়    
    শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে    
    চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত    
    বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল    
    চোখের জলে মেসির বিদায়    
    অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল    
    পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের