আলোচনার মাধ্যমে সংকট নিরসনে চায় বিজিএমইএ
পক্ষকাল প্রতিবেদক : দেশের সংকট নিরসনে প্রয়োজনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। আলোচনার মাধ্যমে চায় পোশাক শিল্প খাতের নেতারা। এছাড়া দেশের সব শিল্পখাতকে রাজনীতির আওতামুক্ত রাখার আহ্বানও জানান তিনি।
সোমবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক সহিংসতার কারণে গত ১২ দিনে পোশাকশিল্পে ক্ষতি হয়েছে ৪৫০ কোটি টাকা।
আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি চলমান অবস্থায় থাকলে অর্থনীতির চাকা সচল রাখা কঠিন হয়ে পড়বে। পোশাকশিল্প পণ্য লোকালে থাকে না, এটা আন্তর্জাতিক ব্যবসা। ক্রেতারা এমন পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে ক্রেতারা অন্য দেশে চলে যাবে।
তিনি বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প, যা একটি রুগ্ণ শিল্পতে পরিণত হবে। আমাদের উৎপাদন খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। অন্য দেশে কমে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ইতোমধ্যে বেশ কিছু কারখানায় এয়ারফ্রেইট, ডিসকাউন্ট, ক্যানসেলেশন, ডেফার্ট পেমেন্টের শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। শিল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী একদিন হরতাল কিংবা অবরোধে পোশাক শিল্পে ২১৫ কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে। যে একেবারেই কাম্য নয়।
এভাবে চলতে থাকলে পোশাক শিল্প আরও হুমকির মধ্যে পড়বে। এই অচলাবস্থা নিরসন না হলে আমরা প্রয়োজনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবো। এই সংকট সংলাপের মাধ্যমে নিরসন হতে পারে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে শিল্পকে রাজনীতির আওতা মুক্ত রাখুন। এমন রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে আবার ক্রেতাদের মাঝে অনিশ্চয়তা তৈরি হবেন। এতে করে শিল্পের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
শিল্প মালিকরা যদি ব্যবসা না করতে পারেন তবে কিভাবে এতো শ্রমিকের বেতনাদি পরিশোধ করবেন। আমাদের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতিবিদরা রাজনীতি করতে চান। এটা হতে পারে না। বিজিএমইএ সভাপতি বলেন, গত ১২ দিনে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে পোশাক শিল্প। এভাবে চলতে থাকলে শিল্প আরও ইমেজ সংকটে পড়বে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।





যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
চট্টগ্রাম বন্দর’র নিয়ন্ত্রক ট্রাফিক বিভাগ’র পরিচালক অপারেশন এনামুল করিম সুমন
ট্রাম্পের শুল্ক-খড়্গ এড়িয়ে বড় সুবিধা পেতে যাচ্ছে ভারত?
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ইউনূসকে ট্রাম্পের হাতে হারিকেন ধরানো চিঠি
বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর – পরবর্তী ৬ মাসের জন্য পরিচালনা করবে
‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
বাংলাদেশে খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি: ব্যাংক খাতে সংকট
লন্ডনে বিলাস, দেশে ভোটের প্রতারণা - ইউনূসের ভণ্ড রাজনীতির মুখোশ উন্মোচন কসিম উদ্দিনের বয়ান সমাচার
প্রস্তাবিত বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ সংস্কারের বিপরীতে চলছে অন্তর্বর্তী সরকার: টিআইবি
বস্ত্র শিল্পের ইতিহাস উদযাপন প্রদর্শনী