শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির দুরাবস্থার জন্য দলটির নেতারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির দুরাবস্থার জন্য দলটির নেতারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী
৩৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির দুরাবস্থার জন্য দলটির নেতারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী

লন্ডন, ০২ মে- বিএনপির রাজনৈতিক দুরাবস্থার জন্য দলটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। লন্ডন সময় বুধবার (১ মে) রা‌তে সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের নেতা‌রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর‌তে গে‌লে তি‌নি এ কথা ব‌লেন।

এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ন, আমরা সংসদে সত্যিকারের শক্তিশালী বিরোধী দল চেয়েছিলাম। কিন্তু ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নিজেদের কারণেই শোচনীয় পরাজয় বরণ করেছে। তারা মনোনয়ন বাণিজ্য করেছে। তারা তিন শ’ আস‌নে ছয় শ’র বে‌শি দলীয় প্রার্থী বানি‌য়ে ম‌নোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে- এতে আমাদের কী করার আছে।

এ সময় প্রধানমন্ত্রী দলের নেতাদের মুজিববর্ষ পালনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশি প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ পৌঁছে দিতেও প্রবাসী নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃ‌ত্বে এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটাবেন শেখ হাসিনা। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানি শেখ হাসিনার।

লন্ডন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)