শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হেফাজতের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হেফাজতের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি: প্রধানমন্ত্রী
২৮০ বার পঠিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজতের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি: প্রধানমন্ত্রী

---
পক্ষকাল সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হেফাজতের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি। চুক্তির প্রশ্নই ওঠে না।’ এ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।ব্রিটিশবিরোধী আন্দোলনে দেওবন্দ ও দেশের কওমি মাদ্রাসাগুলোর কথা স্বারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে কওমি মাদ্রাসার অবদান রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসার যে কারিকুলাম, তা ভারত সরকারও গ্রহণ করেছে। কলকাতার মাদ্রাসাগুলোতে মুসলিম-হিন্দু সবাই পড়াশোনা করে। সেখানে কোন কোন মাদ্রাসা আছে যার প্রায় ৪০ শতাংশ হিন্দু শিক্ষার্থী রয়েছে।

প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা তুলে ধরে বলেন, ‘কওমি মাদ্রাসা শিক্ষাটা ছয়টি বোর্ডে বিভক্ত। তাদের কারিকুলাম আলাদা। সেখানে শিক্ষার্থীরা আরবি, ফার্সি, উর্দু শেখান। এ ছাড়া কিছু কিছু মাদ্রাসা আছে যেখানে কম্পিউটারসহ সব কিছু শেখায়। দেশের ৭৫ হাজার কওমি মাদ্রাসার শিক্ষার্থী ১৪ লাখ। তাদের কারিকুলাম কী, তারা কী শিখছেন, সঠিকভাবে কেউ বলতেই পারে না।’ তারা দেশের কোনো প্রতিষ্ঠানে কাজ পান না, চাকরি পান না। তাদের শিক্ষার কোনো মূল্য নেই। তারা দেশে কাজ পান না, বিদেশে পান। তারা কোনো কিছু করে খেতে পারে না। এই ১৪ লাখ শিক্ষার্থীর জীবনটা কি আমরা ভাসিয়ে দেব?

প্রধানমন্ত্রী সমালোচকদের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, তারা কী এদেশের নাগরিক নয়? তাদের জীবনের কী কোনও মূল্য নেই? তাদের কি আমরা অন্ধকারে ঠেলে রেখে দেব? তাদের কি আমরা আলোর পথ দেখাব না? তাদের কি মূল ধারায় নিয়ে আসব না? তারা যে কারিকুলামে শিক্ষা গ্রহণ করুক, যেন তারা যেন জীবিকার সুযোগ পান, নাগরিক হিসেবে তাদের যে অধিকার আছে, সেটা আমাদের সংরক্ষণ করতে হবে। সেই জায়গায়টাই আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। এই উদ্যোগ বহু আগে থেকেই নিয়েছিলাম যে, তাদের কারিকুলামটা ঠিক করে দেওয়া, তাদের শিক্ষাটা যেন মানসম্মত হয়, তারা যেন সঠিক পথে শিক্ষা গ্রহণ করে জীবিকা নির্বাহে নিজের পায়ে দাঁড়াতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন প্রতিটি মাদ্রাসার নেতৃস্থানীয়দের নিয়ে আমি বসি। তাদের সঙ্গে আলোচনা করে তাদের ওপরই দায়িত্ব দিয়েছিলাম। দীর্ঘদিনের প্রচেষ্টার পর ৬টি কওমি মাদ্রাসা বোর্ডের সবাই এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের ওপর ছেড়ে দিয়েছি এবং নীতিগতভাবে তারা একটি সিদ্ধান্তে এসেছেন যে, কারিকুলামটা তারা গ্রহণ করবেন। এরপর আমরা সনদের ঘোষণা দিয়েছি। সেই সঙ্গে কারিকুলাম ঠিক করার জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছি। তারা এখন বসে সমস্ত কারিকুলাম ঠিক করবেন। দেওবন্দের মূল কারিকুলামটা যেমনি তারা গ্রহণ করবেন, তার বাইরেও কী কী করবেন, তারা তা বসে ঠিক করবেন। তারা যেন অন্ধকারে হারিয়ে না যান, তার জন্য আমরা এটা করছি। তাদের সনদ দেওয়ার জন্য আমরা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি। এই বিশ্ববিদ্যালয় থেকে তারা সনদটা পেতে পারেন।’

এ বিষয়ে নানা মুখি সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীর জীবন নিরাপদ করতে। আমরা জাতীয় সমস্ত কারিকুলামের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে যাচ্ছি। জাতীয়ভাবে উন্নত জীবিকার জন্যই আমরা সবাইকে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চাই।



এ পাতার আরও খবর

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত
সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়
❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞ ❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞
৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
“জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার “জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি
আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে
উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’ উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)