শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ফ্যাসিস্ট আমেরিকা মানবো না
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ফ্যাসিস্ট আমেরিকা মানবো না
২৬৫ বার পঠিত
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যাসিস্ট আমেরিকা মানবো না

---
পক্ষকাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরীয় যুদ্ধ শুরুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। বিক্ষোভকারীরা ট্রাম্পের এই আগ্রাসনের বিরুদ্ধে ও সিরিয়ার মানুষের সংহতি জানান। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছেন, ‘ফ্যাসিস্ট আমেরিকাকে আমরা মানবো না।’নিউ ইয়র্ক নগরী থেকে অন্তত দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ফ্লোরিডার জ্যাকসনভ্যালি থেকে আটক হয়েছে চার জন। রবিবার যুক্তরাষ্ট্রের অন্তত ৫০টি নগরীতে যুদ্ধবিরোধী বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ অন্তত ১২টি নগরীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের বিতর্কিত নির্দেশের বিরুদ্ধে ও সিরিয়ার মানুষের প্রতি সংহতি ঘোষণা করে স্লোগান দিয়েছেন। নিউইয়র্কের বিক্ষোভকারীদের হাতে যে সব প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল, ‘বোমা ফেলে সিরিয়ার মানুষকে রক্ষা করা যায় না বরং এতে প্রাণহানি ঘটে’, ‘মানবিকতার বিচারে বলছি ফ্যাসিস্ট আমেরিকাকে আমরা মানবো না।’

ট্রাম্পের সামরিকতার নীতিকে সমালোচনা করে বিক্ষোভকারীরা বলেন, ‘সিরিয়ায় বোমা ফেলে সংঘাত কমবে না বরং আরও বাড়বে।’

বিক্ষোভকারীদের অনেকেই সিরীয় জনগণের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, লন্ডনেও ব্রিটিশ যুদ্ধ বিরোধী গোষ্ঠী স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন ট্রাম্পের সিরীয় যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে। ওয়েস্টমিনিস্টার সড়কে এ বিক্ষোভ করা হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ গোষ্ঠী কঠোর ভাষায় সিরিয়ায় ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছে।

উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে- এমন অভিযোগে শুক্রবার একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র সিরীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে মস্কো। রুশ প্রতিক্রিয়ার জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, মস্কোর অবস্থানে ‘যুক্তরাষ্ট্র হতাশ, তবে বিস্মিত নয়’। হামলার পর যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে যুক্তরাজ্য। সূত্র: রয়টার্স, এএফপি, আরটি।



এ পাতার আরও খবর

আরাকান ষড়যন্ত্র ও বাংলাদেশের ভবিষ্যৎ আরাকান ষড়যন্ত্র ও বাংলাদেশের ভবিষ্যৎ
কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ
পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা
পাকিস্তানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৬ জঙ্গি নিহত, আহত ৪ পাকিস্তানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৬ জঙ্গি নিহত, আহত ৪
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের
পাক-ভারত সংঘাত কি অনিবার্য?? পাক-ভারত সংঘাত কি অনিবার্য??
যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ? যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ?
ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ ভিসা বাতিল করে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ
কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানের-ভারত পাঁচ চুক্ত বাতিল কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানের-ভারত পাঁচ চুক্ত বাতিল
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং এনজিও প্রধানদের উপর চীনের নিষেধাজ্ঞা মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং এনজিও প্রধানদের উপর চীনের নিষেধাজ্ঞা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)