শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিদেশিদের যাওয়ার খবরের ভিত্তি নেই: মেনন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিদেশিদের যাওয়ার খবরের ভিত্তি নেই: মেনন
২৩০ বার পঠিত
মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশিদের যাওয়ার খবরের ভিত্তি নেই: মেনন

---

গুলশান হামলার পর বাংলাদেশ থেকে বিদেশিরা চলে যাচ্ছে এমন খবরের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, “আমাদের দেশের পত্রপত্রিকা অনেক সময় বিভ্রান্ত করে। আজকে একটা হেডিং দেখছিলাম- ‘এদেশ থেকে বিদেশিরা চলে যাচ্ছে’। তবে বিমানবন্দরের গিয়ে খোঁজ নিয়ে এমন খবর জানা যায় না।”

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগের মধ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।

ওই হামলায় নিহতদের মধ্যে নয়জন ইতালীয় রয়েছেন, যাদের বেশিরভাগ বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা ছিলেন। নিহত সাত জাপানির মধ্যে ছয়জন ঢাকা মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।

ওই হামলার পর সম্প্রতি ঢাকায় জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্সকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের দুজন কর্মী ছুটিতে দেশে যাওয়ার পর বাংলাদেশে আর না আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রেক্ষাপটেই মন্ত্রী মেনন বলেন, বাংলাদেশ এখনও অন্য দেশের চেয়ে অনেক নিরাপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে সরকারের।

গুলশান হামলার আগে গত বছরের শেষ দিকে ঢাকায় এক ইতালীয় এবং রংপুরে এক জাপানিকে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। তবে সে চেষ্টা সফল হয়নি বলেও তার দাবি

“আমরা ভাবলাম দেশে হয়ত বিদেশিদের আগমন বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখলাম না, সেই সময়কালে (চেজারে তাভেল্লা ও কুনিও হোসি হত্যার পর) আগের বছরের চেয়ে ১০ হাজারের বেশি পর্যটক এসেছে।”

এবার আবার পর্যটন বর্ষ পালনের সময়ই জঙ্গি হামলার বিষয়টি তুলে ধরে মেনন বলেন, “আমি জানি এতে পর্যটনে বিরূপ প্রভাব পড়ে। কিন্তু আমি এটাও বলতে চাই, আমরা যদি সঠিকভাবে পর্যটনকে উপস্থাপন করতে পারি, তাহলে এই প্রভাবও কাটিয়ে উঠতে পারব।

“কেন পারব? কারণ এটা আমাদের সমস্যা না। এটা বৈশ্বিক সমস্যা। আমরা বিদেশিদের বলতে পারব, তোমরা আমাদের দেশে আসো। আমাদের দেশকে অন্য দেশের চেয়ে অনিরাপদ মনে করার কারণ নেই।”

রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বেইসক্যাম্প বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে আগামী দুই বছর এক সঙ্গে কাজ করার মাধ্যমে পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বলে অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশন ও বেসক্যাম্প কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বেইসক্যাম্প বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশে মবের শাসন: যখন রাষ্ট্র নীরব, তখন জনতা হয়ে ওঠে জল্লাদ বাংলাদেশে মবের শাসন: যখন রাষ্ট্র নীরব, তখন জনতা হয়ে ওঠে জল্লাদ
যুক্তরাষ্ট্র নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের গণতন্ত্রে আগ্রহী, নাকি কৌশলগত স্বার্থে? যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের গণতন্ত্রে আগ্রহী, নাকি কৌশলগত স্বার্থে?
ভিআইপি রুম না পেয়ে যুবদল নেতার অনুসারীদের বার ভাঙচুর, নারী লাঞ্ছনার অভিযোগ ভিআইপি রুম না পেয়ে যুবদল নেতার অনুসারীদের বার ভাঙচুর, নারী লাঞ্ছনার অভিযোগ
কেএনএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান সফল, নিহত ‘মেজর’সহ উদ্ধার বিপুল অস্ত্র কেএনএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান সফল, নিহত ‘মেজর’সহ উদ্ধার বিপুল অস্ত্র
মুরাদনগরে মাদক সন্দেহে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা মুরাদনগরে মাদক সন্দেহে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
গুমে সংশ্লিষ্টতা প্রমাণিত হলেই সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: সেনাবাহিনী গুমে সংশ্লিষ্টতা প্রমাণিত হলেই সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: সেনাবাহিনী
গত ১০ মাসে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় মব ঘটছে। ন্যায় বিচার কার্যকর করা হলে মবের প্রয়োজন নেই-আহম্মেদ শাকিল গত ১০ মাসে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় মব ঘটছে। ন্যায় বিচার কার্যকর করা হলে মবের প্রয়োজন নেই-আহম্মেদ শাকিল
সদ্য অবসরে যাওয়া শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য সদ্য অবসরে যাওয়া শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)