মানুষ চিনুন তিল-এ তিল-এ
![]()
শরীরের কোথায় তিল থাকলে বুঝবেন, কে কেমন মানুষ? রইল তেমনই কিছু পরিচায়ক টিপ্স। দেখে নিন। সহজে চিনতে পারবেন কাছের মানুষটি কেমন।
তিল দিয়ে যায় চেনা।নাক- রগচটা, যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। ফ্লার্ট করার প্রবণতা থাকে।
কপালের ডান দিকে- নাম, অর্থ, সাফল্য এঁদের সঙ্গী।
গলা- ব্যক্তিত্ব প্রবল হয়।
থুতনি- ভারসাম্য থাকে জীবনযাপনে, সফল হন এঁরা।
বাঁ গাল- এঁরা সাধারণত অন্তর্মুখী হন।
ডান গাল- সংবেদনশীল, কাব্যিক।
হাত- সাহসী। ভাল সিদ্ধান্ত নিতে পারেন।
বুক- অলস। বৈভব এঁদের পছন্দ।
আঙুল- সাহসী। বাধার সম্মুখীন হতে পারেন অনায়াসেই।
পা- এঁরা বেড়াতে ভালবাসেন।
কান- এঁরা বিশ্বাসী, এঁদের উপর নির্ভর করা যায়।
চোখ- (ডান) সহজে এঁরা উপার্জন করতে পারেন। (বাঁ) আগ্রাসী।
কাঁধ- বাস্তববোধসম্পন্ন, সংবেদনশীল, দায়িত্ববোধসম্পন্ন।
ভ্রূর নীচে- বুদ্ধিমান, সৃষ্টিশীল।
হাতের তালু- (ডান) সম্পদশালী হন। (বাঁ) ইমপালসিভ





সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক।
দুই মেগা প্রকল্প উদ্বোধনে রবিবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন
গাজীপুরে প্রেমের টানে এসে মার্কিন তরুণের ইসলাম গ্রহণ
মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ———–মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক.
মেহেরপুরে উপজেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
পর্যটকে মূখরিত মুজিবনগরের আম্রকানন
দু:স্থ ও অসহায়রা যাতে ভাতা পান সেই চেষ্টা করা হবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি