বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » মেহেরপুরে উপজেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুরে উপজেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদোগ্যে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ১ টি পৌর সভা সহ ৫ টি ইউনিয়নের বিজয়ীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অংশ গ্রহন করেন।
প্রাথমিক স্তরে, বামন পাড়র সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় উজুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সংগীত প্রতিযোগিতা হয়।
মাধ্যমিক স্তরে,টেংরামারী মাধ্যামিক বিদ্যালয়, নতুন দরবেশপুর দাখিল মাদ্রারাসা, ভৈারব মাধ্যামিক বালিকা বিদ্যালয়, মেহেরপুর সরকারী বালীকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি মাধ্যামিক বিদ্যালয়,শালিকা মাধ্যামিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সংগীত প্রতিযোগিতা হয়।
উচ্চ মাধ্যামিক স্তর ও কলেজ পর্যায়ে এ আর বি কলেজ, জাদুখালি স্কুল এন্ড কলেজ, মেহেরপুর মাধ্যামিক বিদ্যালয় ও বিএম কলেজ, মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সংগীত প্রতিযোগিতা হয়।
প্রাথমিক স্তরে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়(১ম), উজুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(২য়), বামন পাড়র সরকারী প্রাথমিক বিদ্যালয়(৩য়) স্থান অধিকার করে।
মাধ্যমিক স্তরে ,মেহেরপুর সরকারী বালীকা উচ্চ বিদ্যালয়(১ম), আমঝুপি মাধ্যামিক বিদ্যালয়(২য়), টেংরামারী মাধ্যামিক বিদ্যালয়(৩য়) স্থান অধিকার করে।
উচ্চ মাধ্যামিক স্তর ও কলেজ পর্যায়ে , মেহেরপুর সরকারী মহিলা কলেজ(১ম), মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ(২য়), জাদুখালি স্কুল এন্ড কলেজ(৩য়) স্থান অধিকার করে।