শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রোগী দেখতে গিয়ে হাসপাতালেই ধর্ষণের শিকার কিশোরী
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রোগী দেখতে গিয়ে হাসপাতালেই ধর্ষণের শিকার কিশোরী
২৯৯ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোগী দেখতে গিয়ে হাসপাতালেই ধর্ষণের শিকার কিশোরী

---
প্রতিনিধি: হাসপাতালে ভর্তি থাকা রোগীকে দেখতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। সে শহরতলির গেরদা ইউনিয়নের একটি বাড়িতে কাজ করত।

গত শনিবার ( ২ এপ্রিল) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে যায় সে।

ওই রোগী জানান, তিনি বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার তাঁদের গৃহকর্মী ভুক্তভোগী ওই কিশোরী তাঁকে দেখতে হাসপাতালে যায়। কিন্তু সে ভুল করে ছয়তলার পরিবর্তে সাততলায় উঠে যায়। এ সময় আগে থেকেই ওই কিশোরীর পিছু নেওয়া কয়েক যুবক তাকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে অবস্থা খারাপ থাকায় ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটি ‘দালাল’ চক্র রয়েছে। তারাই মূলত এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত।

ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলতে গেলে ওয়ার্ড ইনচার্জ ওয়ার্ডের দরজায় লাগানো ‘কোনো প্রকার ছবি তোলা ও সাংবাদিকদের প্রবেশ নিষেধ’ লেখাটি দেখিয়ে ভেতরে ঢুকতে বাধা দেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওয়ার্ড ইনচার্জ মো. কাউসার বলেন, রাত সাড়ে ৮টার দিকে কিশোরীটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন ভালো।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। কিশোরীটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। এর আগে কিছুই বলা যাবে না।

এ বিষয়ে ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির বলেন, ভুক্তভোগী কিশোরীর কিছু মেডিকেল টেস্ট করানো হয়েছে। আরো কিছু টেস্ট বাকি রয়েছে। আগামী মঙ্গলবার নাগাদ রিপোর্ট পাওয়া যাবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। কেউ এখনো অভিযোগ করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা মেয়েটির তরফ থেকে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ পাতার আরও খবর

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন
কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে? বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ: চাঁদাবাজি, দখলবাজি ও মব সংস্কৃতির পুনরুত্থান-ড. কামাল হোসেন গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ: চাঁদাবাজি, দখলবাজি ও মব সংস্কৃতির পুনরুত্থান-ড. কামাল হোসেন
থেমে নেই প্রধান প্রকৌশলী (মেরিন)আতাহার’র কমিশন বাণিজ্য থেমে নেই প্রধান প্রকৌশলী (মেরিন)আতাহার’র কমিশন বাণিজ্য
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)