বুধবার, ৬ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বাংলাদেশ নিজেই সক্ষম : চীন
অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বাংলাদেশ নিজেই সক্ষম : চীন
পক্ষকাল প্রতিবেদক: ‘উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সমাধানে বাংলাদেশ নিজেই সক্ষম।’
চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত চাই জিঙ বুধবার গণমাধ্যমকর্মীদের এই কথা বলেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন বিশেষ দূত চাই জিঙ।
বৈঠকে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলাপ হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যম কর্মীদের বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। বিশেষ করে উৎপাদনশীল খাত এবং মহাসড়ক ও অবকাঠামো উন্নয়নে আগ্রহী দেশটি। এ ছাড়া অর্থনৈতিক করিডর বাস্তবায়নে সহায়তা করবে চীন।’
চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত চাই জিঙ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উন্নয়নের পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনি আমি আমরা সকলেই জানি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা থাকলে, তা সমাধানের জন্য এই দেশের জনগণই যথেষ্ট। বাংলাদেশ নিজেই তার সমস্যা সমাধান করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। চীনের বিনিয়্গোকারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিয়ে দুই দেশ একমতে পৌঁছেছে।’
এক প্রশ্নের জবাবে চাই জিঙ বলেন, ‘বাংলাদেশ সকল খাতেই প্রশংসনীয় উন্নয়ন ঘটিয়েছে। যা চোখে পড়ার মতো। আবার ঢাকা যানজটও দৃষ্টি আকর্ষণ করে।’




“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”