বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » নিজেদেরই ১৩ জনকে হত্যা করলো আইএসআইএল
নিজেদেরই ১৩ জনকে হত্যা করলো আইএসআইএল
![]()
ওয়েবঃ ইরাকের উত্তরাঞ্চলীয় তেল-সমৃদ্ধ কিরকুক প্রদেশে নিজেদের ১৩ জনকে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। তারা আত্মসমর্পনের জন্য কুর্দি ‘পিশমার্গা’ বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বলে অভিযোগ আনা হয়েছে।
‘পিশমার্গা’ বাহিনীর একটি সূত্রও তাদের সঙ্গে ওই সব গেরিলার যোগাযোগের বিষয়টি স্বীকার করেছে। ইরাকের আল-সুমারিয়া স্যাটেলাইট টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত কিরকুক এলাকায় আইএসআইএলের ১০ জনের বেশি সদস্য আত্মসমর্পন করেছে বলে ‘পিশমার্গা’-র ওই সূত্রটি দাবি করেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি আইএসআইএল ‘তাল আফার’ শহরে তাদের ২৩ জন সদস্যকে হত্যা করেছে। কুর্দি সেনাদের সঙ্গে সংঘর্ষ থেকে পালিয়ে আসার পর তাদের হত্যা করা হয়। এর আগের দিনও কুর্দি সেনাদের সঙ্গে সংঘর্ষে হেরে যাওয়ার কারণে হত্যা করা হয় আইএসআইএলের আরও ১৩ জন সদস্যকে।




বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না