
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » একুশের টানে শহীদ মিনারে শ্রদ্ধাবনত জাতি
একুশের টানে শহীদ মিনারে শ্রদ্ধাবনত জাতি
পক্ষকাল প্রতিবেদক : শহীদদের ঋণে কৃতজ্ঞ জাতির কাছে রাত যেন বিষয় নয়। অবরোধ, পেট্রোল বোমার আতঙ্ক কোনো কিছুই আটকাতে পারেনি একুশের চেতনায় উদ্ধুদ্ধ শ্রদ্ধাবনত মানুষকে। একুশের প্রথম প্রহরেই ফুল হাতে মানুষের ঢল নামে ৬৩ বছরের পুরনো স্মৃতির মিনারে।
প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় একুশে ফেব্রুয়ারির মূল কর্মসূচি।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপরই বাংলাদেশে সফররত ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা ও সফররত পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে ভাষা শহীদেদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, প্রেসিডিয়াম সদস্য রহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে তিন (সেনা, নৌ ও বিমান) বাহিনীর প্রধানরা, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, কূটনৈতিক ও বিদেশী দূতাবাসের প্রতিনিধি, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।