
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মির্জা ফখরুলের হুঁশিয়ারি-একাত্তরের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, জাতীয় ঐক্যের ডাক
মির্জা ফখরুলের হুঁশিয়ারি-একাত্তরের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, জাতীয় ঐক্যের ডাক
পক্ষকাল প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যা দেশের অস্তিত্বের জন্য হুমকি। এই উগ্রবাদকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের আত্মা রক্ষা পাবে না।”
একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা
মির্জা ফখরুল অভিযোগ করেন, “আজ একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা চলছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, “যেভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি সত্য, ঠিক একইভাবে সত্য একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা।”
গণতন্ত্রের কাঠামো ধ্বংসের অভিযোগ
বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছরে তারা দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। জনগণের সঙ্গে বন্ধুর মতো নয়, বরং প্রজার মতো আচরণ করেছে-অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে।”
সম্পদ পাচার ও অর্থনৈতিক শঙ্কা
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “প্রায় ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।” ব্যাংককে চিকিৎসা নিতে গিয়ে তিনি দেখেছেন, “আওয়ামী লীগের বিতাড়িত নেতারা অভিজাত এলাকায় বাড়ি ভাড়া করছেন, দুই-তিন কোটি টাকার গাড়ি কিনছেন।” তিনি প্রশ্ন তোলেন, “এই টাকা কোথা থেকে এল? এই দেশের সম্পদ তারা পাচার করেছে।”
এক অর্থনীতিবিদের উদ্বেগ তুলে ধরে তিনি বলেন, “তিনি আমাকে প্রশ্ন করেছিলেন-তোমরাই যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসো, তাহলে দেশ চালাবে কী দিয়ে? কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে।”
এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মির্জা ফখরুলের আহ্বান-জাতীয় ঐক্য গড়ে তুলে উগ্রবাদ ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো-বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।