
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শর্ত পূরণ না হলে নির্বাচন নয়, সিইসিকে জামায়াতের হুঁশিয়ারি
শর্ত পূরণ না হলে নির্বাচন নয়, সিইসিকে জামায়াতের হুঁশিয়ারি
পক্ষকাল ডেস্ক ঃ
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের শর্ত ও দাবি পূরণ না করা হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় লোগো
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না।’
জামায়াত মূলত সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনের ওপর জোর দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম।’ তার মতে, এই পদ্ধতিটি দেশের জন্য কল্যাণকর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক একটি সেরা পদ্ধতি, যা ভোটারদের যথাযথ মূল্যায়ন করবে। দলটি এ বিষয়ে জনমত গঠনের কাজ করবে বলেও তিনি জানান।
অন্যান্য দাবির পাশাপাশি সব দলের জন্য ‘সমান সুযোগ’ তৈরির বিষয়টিতেও দলটি জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে, যা এখনও অনুপস্থিত বলে মনে করে তারা।
তবে নির্বাচনের সময় নিয়ে জামায়াতের কোনো অনড় অবস্থান নেই। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে তাদের কোনো সমস্যা নেই। এমনকি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও তাতে জামায়াতের আপত্তি থাকবে না।
এদিকে, নির্বাচন কমিশন প্রস্তাবিত ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে নির্দিষ্ট কিছু আসনের বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত। শুনানির সময় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে তিনি জানান।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, গ্রহণযোগ্য সব নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে এবং সে অনুযায়ী ৩০০ আসনেই প্রার্থী দিয়ে তারা মাঠে জনগণের কাছে যাচ্ছেন।