শিরোনাম:
ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শর্ত পূরণ না হলে নির্বাচন নয়, সিইসিকে জামায়াতের হুঁশিয়ারি
প্রথম পাতা » রাজনীতি » শর্ত পূরণ না হলে নির্বাচন নয়, সিইসিকে জামায়াতের হুঁশিয়ারি
৫৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শর্ত পূরণ না হলে নির্বাচন নয়, সিইসিকে জামায়াতের হুঁশিয়ারি

পক্ষকাল ডেস্ক ঃ

---

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের শর্ত ও দাবি পূরণ না করা হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় লোগো
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না।’
জামায়াত মূলত সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনের ওপর জোর দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম।’ তার মতে, এই পদ্ধতিটি দেশের জন্য কল্যাণকর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক একটি সেরা পদ্ধতি, যা ভোটারদের যথাযথ মূল্যায়ন করবে। দলটি এ বিষয়ে জনমত গঠনের কাজ করবে বলেও তিনি জানান।
অন্যান্য দাবির পাশাপাশি সব দলের জন্য ‘সমান সুযোগ’ তৈরির বিষয়টিতেও দলটি জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে, যা এখনও অনুপস্থিত বলে মনে করে তারা।
তবে নির্বাচনের সময় নিয়ে জামায়াতের কোনো অনড় অবস্থান নেই। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে তাদের কোনো সমস্যা নেই। এমনকি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও তাতে জামায়াতের আপত্তি থাকবে না।
এদিকে, নির্বাচন কমিশন প্রস্তাবিত ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে নির্দিষ্ট কিছু আসনের বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত। শুনানির সময় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে তিনি জানান।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, গ্রহণযোগ্য সব নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে এবং সে অনুযায়ী ৩০০ আসনেই প্রার্থী দিয়ে তারা মাঠে জনগণের কাছে যাচ্ছেন।



এ পাতার আরও খবর

জরিপ এলাকা গরীব” জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি  ভেঙে দিল নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র? সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না” তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)