বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » দিল্লি: ভারতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই, বিবৃতি ‘ভ্রান্তিপূর্ণ’
দিল্লি: ভারতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই, বিবৃতি ‘ভ্রান্তিপূর্ণ’
![]()
অনলাইন ডেস্ক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া সাম্প্রতিক প্রেস বিবৃতি ‘ভ্রান্তিপূর্ণ’। তারা বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড চলছে বলে নয়াদিল্লির জানা নেই। বুধবার (২০ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি
তিনি বলেন, ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের মাটি থেকে চালানোর অনুমতি দেয় না।
তিনি আরও বলেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতিটি ‘মিসপ্লেইস্ট’ বা ভ্রান্তিপূর্ণ।
তবে একইসঙ্গে তিনি বাংলাদেশের জন্য ভারতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি বাংলাদেশে যত দ্রুত সম্ভব জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট যাচাইয়ের জন্য অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এর আগে বুধবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। তারা দাবি করে, ভারতীয় মাটি থেকে দলটির নেতারা বাংলাদেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বাংলাদেশের বিভিন্ন মামলায় পলাতক অনেক সিনিয়র নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ছদ্মাবরণে এসব নেতারা সভা করে এবং সাংবাদিকদের মধ্যে বুকলেট বিতরণ করেন।
বাংলাদেশ সরকার এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারতের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি ভারত যেন কোনোভাবেই এসব কার্যকলাপকে অনুমতি বা সমর্থন না দেয় এবং উল্লিখিত রাজনৈতিক অফিসগুলো অবিলম্বে বন্ধ করে, সেই দাবি জানানো হয়।




ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে?
সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২)
হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব