শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » শৈলকুপায় আবার মাথাচাড়া দিচ্ছে হায়েনা গ্রুপ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » শৈলকুপায় আবার মাথাচাড়া দিচ্ছে হায়েনা গ্রুপ
৪৪১ বার পঠিত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আবার মাথাচাড়া দিচ্ছে হায়েনা গ্রুপ

---

 

ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপার আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে খবর প্রকাশে তোলপাড় শুরু হয়েছে, টক অবদ্যা টাউনে পরিনত হয়েছে সংবাদটি।

উল্লেখ্য ঝিনাইদহের শৈলকুপায় উনসত্তর থেকে ৯০ দশকের দূর্দান্ত ডাকাত আর বহু অপকর্মের হোতা সারুটিয়া ইউনিয়নের হায়েনা গ্রুপখ্যাত হারেজ আলী’র গ্যাং আবার সক্রিয়ভাবে মাথাচাড়া দিচ্ছে। পর্যায়ক্রমে জাসদ, বিএনপি, জাতীয়পার্টি এবং বিএনপি-জামায়াত করে বর্তমান লেবাস পাল্টে নামধারী আওয়ামীলীগের রাজনৈতিক সুবিধা লুটতে মরিয়া হারেজ আলী এ প্রজন্মের মানুষের কাছে ভাল সাজতেই এখন পাগড়ি জোব্বার বেশ ধরেছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপার থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, শৈলকুপার চরমৌকুড়ী (পাথরবাড়িয়া) গ্রামের মৃত দেলবর মন্ডলের ডানপিটে পুত্র হারেজ ছোটবেলা থেকেই বেপরোয়া। দেশ স্বাধীনের পর চাঁদাবাজি আর ডাকাতি ছিল তার পেশা-নেশা, তৎকালীন জাসদ গণবাহিনী করে সারুটিয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুন, গুম, ডাকাতি আর নারীভোগের সাথে জড়িত ছিল হারেজ আলী। ৮১ সালে পাথরবাড়িয়া গ্রামের তৎকালীন ব্যবসায়ী আবেদ আলী’র স্ত্রী সালেহা ওরফে সলোকি’র প্রতি হারেজের কু-দৃষ্টি পড়ায় নারীলিপ্স হারেজ তার দলবল নিয়ে রাতের আঁধারে আবেদ আলীকে গ্রামের পার্শ্ববর্তী খালধারে খুন করে সুন্দরী সালেহাকে বিয়ে করে। সে সময় ডাকাত খ্যাত হারেজ আলী মৃত ডাক্তার আব্দুল ওহাবের বাড়ি ডাকাতিসহ আশপাশের বিভিন্ন গ্রামে ও আন্তজেলা পর্যায়ে একটি ডাকাত গ্যাং গড়ে তোলে। এক পর্যায়ে একাধিক মামলা ও হত্যাকান্ডের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হারেজ ১৪ বছর কারাভোগের পর বের হয়ে আবার বেপরোয়া হয়ে ওঠে।

গণবাহিনী করা কুখ্যাত হারেজ ডাকাত এক সময় গোলাম মোস্তফার নেতৃত্বে জাতীয়পার্টিতে যোগ দেয় এবং ৯০ এর গণ আন্দোলনে এলাকায় সন্ত্রাসী বাহিনী দিয়ে দাপটের সাথে বিএনপির রাজনীতির মাঠে ঘাটি গেঁড়ে বসে। ৯৬ পরবর্তি গা ঢাকা দিয়ে ২০০১ সালে আবার ফিরে আসে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কার্যকলাপের মাঠে। চাঁদাবাজি আর সালিশ ব্যবসা করে চষে বেড়ায় পুরো বিএনপি আমল। শেষ অবধি ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ  এর জারিকৃত জরুরী আইনের মধ্যে দিয়ে দেশে প্রশাসন সক্রিয় হওয়ার সাথে সাথে সন্ত্রাসী হারেজ ও তার বাহিনীর লোকজন লেবাস পাল্টে আওয়ামীলীগে অনুপ্রবেশ করে ইউনিয়নের বিভিন্ন গ্রামে হায়েনা গ্রুপখ্যাত সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে। বর্তমানে তার বাহিনীর দাপুটে হামলা, সংঘর্ষ লেগেই আছে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী দাবি, আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে তাদের ছত্রছায়ায় থেকে অপকর্মে জড়িত হায়েনাগ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নইলে যে কোন সময় খুন-খারাবীর আশঙ্কা করছে তারা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হাসেম খান জানান, এক সময়ের ডাকাত সর্দার হারেজ বাহিনীর নাম শুনেছি তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে, কথিত হায়েনা গ্রুপকে দমন করতে পদক্ষেপ নেওয়া হবে।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)