
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি, চতুর্থ ধাপের নৌ অবরোধ ঘোষণা হুথিদের
ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি, চতুর্থ ধাপের নৌ অবরোধ ঘোষণা হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি গোষ্ঠী রবিবার ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার করবে। গাজা উপত্যকায় চলমান সংঘাতের জবাবে ইসরায়েলের বিরুদ্ধে ‘চতুর্থ ধাপের নৌ অবরোধ’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইসরায়েল ও ইয়েমেনের পতাকা
গোষ্ঠীটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই চতুর্থ ধাপের আওতায় সেই সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে, যেগুলো ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিকভাবে জড়িত কোনো কোম্পানির অধীনস্থ। এক্ষেত্রে ওই কোম্পানির জাতীয়তা বা জাহাজটি তাদের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে কোন অবস্থানে রয়েছে, তা বিবেচনা করা হবে না।
বিবৃতিতে বিশ্বের সব বাণিজ্যিক কোম্পানিকে এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলি বন্দরের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার জন্য কঠোরভাবে আহ্বান জানানো হয়েছে।
গোষ্ঠীটি সতর্ক করে দিয়ে বলেছে, যেসব কোম্পানি এই নির্দেশ মানবে না, তাদের জাহাজগুলোর গন্তব্য যেখানেই হোক না কেন, তাদের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আওতায় থাকা যেকোনো স্থানে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বের সব দেশকে আহ্বান জানাই, যদি তারা এই সংকটময় পরিস্থিতি এড়াতে চায়, তবে যেন শত্রুপক্ষকে (ইসরায়েল) গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং অবরোধ তুলে নিতে চাপ দেয়। পৃথিবীর কোনো স্বাধীনচেতা মানুষ সেখানে যা ঘটছে তা মেনে নিতে পারে না।’
উল্লেখ্য, গত মার্চ মাসে একটি নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করলে হুথিরা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্রতর করে।
২০২৩ সালের নভেম্বর মাস থেকে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে গোষ্ঠীটি লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে আসছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।