
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২
উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২
পক্ষকাল ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহতে সংখ্যা দেড় শতাধিকেরও বেশি। উড্ডয়নের কিছুক্ষণের (সোমবার (২১ জুলাই) বেলা ১টার কিছু পর) মধ্যেই যান্ত্রিক ত্রুটির শিকার হওয়া বিমানটি বিধ্বস্ত হয়।
ছবি - সংগৃহীত
দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধদের অনেকের অবস্থাই ছিল গুরুতর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা ২২-এ দাঁড়ায়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টা ও ১২টার দিকে ওই দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে ১৫টি শিশু। আহতদের মধ্যে ৫১ জন এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন, যাদের অনেকের শরীরের ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। দুর্ঘটনায় বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর এফটি-সেভেন বিজিআই মডেলের যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই সোমবার বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলার ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।’ কিন্তু শেষরক্ষা হয়নি, বিমানটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, বেলা ১টা ১৮ মিনিটের দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
তিনি বলেন, স্কুলটি ছুটি হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা যখন নিচতলায় জড়ো হচ্ছিল, ঠিক তখনই বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভানো ও উদ্ধার অভিযানে অংশ নেয়।