শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
১১৭ বার পঠিত
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

---আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।  শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

 

 

ফোনালাপে দুই নেতা একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক উদ্বেগের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে কিছু উত্তেজনা নিরসনে আলোচনার জন্য প্রস্তুত।

 

‘আমরা কোনো যুদ্ধ চাই না, তবে নিজেদের আত্মরক্ষায় আমরা দ্বিধাহীন এবং এ বিষয়ে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে,’ যোগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ফোনালাপে দুই নেতা মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

তারা ইসলামি দেশগুলোর—বিশেষত ফিলিস্তিন ও গাজায়—অত্যাচার ও অপরাধ প্রতিরোধে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি ইসলামি দেশগুলো একযোগে কাজ করলে অঞ্চলটিতে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।’

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে।

তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বানের জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং সংকট প্রশমনে রিয়াদের সহায়তার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না” তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা? মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)