শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » » আরিয়ানের জামিন মামলায় সওয়াল NCB-র, পরবর্তী শুনানি বুধবার
প্রথম পাতা » » আরিয়ানের জামিন মামলায় সওয়াল NCB-র, পরবর্তী শুনানি বুধবার
৫৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরিয়ানের জামিন মামলায় সওয়াল NCB-র, পরবর্তী শুনানি বুধবার

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বলেছে, আরিয়ান নিয়মিত মাদক কিনতেন। এদিন শুনানির সময় এনসিবির আইনজীবী অনিল সিং সওয়াল করেছিলেন।
---বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখ খানের (Shah Rukh Khan)পুত্র আরিয়ান খান (Aryan Khan)। ২৩ বছরের আরিয়ান খানকে এখনও জেলেই থাকতে হবে। মুম্বই সেশন কোর্ট (Mumbai Seesion Court) জানিয়েছে পরবর্তী শুনানি আগামী বুধবার আর্থাৎ ২০ অক্টোবর। আরও একসপ্তাহ তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বলেছে, আরিয়ান নিয়মিত মাদক কিনতেন। এদিন শুনানির সময় এনসিবির আইনজীবী অনিল সিং সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন আরিয়ান খান নিয়মিত মাদক কিনতেন। প্রমোদতরীরের পার্টিতে আরিয়ান খানই মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গেও শাখরুখ পুত্রের নিয়মিত যোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ান খানকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরিয়ান খান গত কয়েক বছর ধরেই মাদক ব্যহার করতেন।
Income Tax Returns: ২ কোটিরও বেশি আয়কর রিটার্ন জমা, নতুন পোর্টালের মাধ্যমে
পাল্টা আরিয়ান খানের পক্ষে যুক্তি দিয়ে প্রবীন আইনজীবী অমিত দেশাই হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করে তিনি বলেন আধুনিক তরুণ প্রজন্মের যে জাতীয় ভাষা ব্যবহার করে তা খুবই সন্দেহজনক। তাই চ্যাটের ওপর বেশি ভরসা করা ঠিক নয়। অথচ তদন্তকারীরা চ্যাটের ওপরও বেশি ভরসা করছেন। তিনি আরও বলেন এটাই বর্তমানে বাস্তব যে আধুনিক প্রজন্ম এজাতীয় ভাষা ব্যবহার করতে অভ্যস্ত। আড্ডায় তারা এজাতীয় কথাই ব্যবহার করে। তাই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলি ব্যক্তিগত কথোপকথন সন্দেহজনক বলে মনে হতে পারে। যদিও তিনি সওয়ালজবাবে মাদক ব্যবহারের বিপদের কথাও স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি তিনি বলেন আরিয়ান খানের কাছে কিছু পাওয়া যায়নি। ফোনেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে আটকে রাখা ঠিক হবে না।

‘প্রয়োজনে ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মত পদক্ষেপ নিতে পারে’, পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর
যদিও এনসিবির দাবি আরিয়ান খান মাদকচক্রে সামিল ছিলেন। আরিয়ান ও তার সঙ্গী আরবাজ মার্চেন্টের কাছে নিষিদ্ধ মাদক পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, আরিয়ান খানের সঙ্গে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে শাহরুখ পুত্রের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে। যদিও শাহরুখ খানের আইনজাবী শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পক্ষে সওয়াল করেন। যদিও এনসিবি আগামী বুধবারও জামিনের বিরোধিতা করবে বলে জানিয়েছেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)