শনিবার, ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
![]()
পক্ষকাল ডেস্ক-
ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এদের মধ্যে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাবেক নেতাও রয়েছেন। শিনজিয়াংয়ের মানবাধিকার লঙ্ঘনের ‘মিথ্যা ও ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
এর আগে গত সোমবার চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।
চীনা নিষেধজ্ঞার আওতায় ডানকান স্মিথ ছাড়াও রয়েছে দলের এমপি টম টাগেনহাট (পররাষ্ট্র সম্পর্ক বাছাই বিষয়ক কমিটির সভাপতি) ও নাস ঘানি (বাণিজ্য বাছাই বিষয়ক কমিটির সভাপতি)।
শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর চীনা নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়ে আসছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে চীন দাবি করে আসছে শিনজিয়াংয়ে তাদের তথাকথিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সন্ত্রাসীদের সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
চীনের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ‘উচ্চস্বরে বলা হচ্ছে, যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়েছে তখন চীন সরকার সমালোচকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিপক্ষে আস্থাযোগ্য দাবি করে তাহলে তাদের উচিত সত্য যাচাইয়ের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে সেখানে সম্পূর্ণভাবে প্রবেশের সুযোগ দেওয়া।’




বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না