শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » » তারেক শামসুরের মৃত্যু রহস্য কাটেনি
তারেক শামসুরের মৃত্যু রহস্য কাটেনি
![]()
পক্ষকাল ডেস্ক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরার নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।
রাজধানীর উত্তরা রাজউক আবাসিক এলাকার দোলনচাঁপা ভবনে একা বাস করতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান। প্রতিদিনের মতো শনিবার সকালে তার বাসায় কাজ করতে আসা গৃহকর্মী বেশ কয়েকবার ডেকে সাড়া না পেয়ে বিষয়টি ভবনের নিরাপত্তা কর্মীদের জানায়।
ভবনের সিকিউরিটি ইনচার্জ সময় সংবাদকে বলেন, বুয়া এসে বাসায় ঢুকতে পারে নি। আমরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখি লাশ পড়ে আছে।
পুলিশ এসে ফ্লাটের দরজা ভেঙ্গে অধ্যাপক তারেক শামসুরের মৃতদেহ বাথরুমের বাইরে পড়ে থাকতে দেখে। এসময় তার পরনে ছিল প্যান্ট ও স্যান্ডোগেঞ্জি। পুলিশের ধারণা, স্ট্রোক করেছেন তিনি। মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে বমি করেন ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
উত্তরা জোনের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, তার পা দুটো বাথরুমে ছিল। আর শরীর বাইরে ছিল। যথাসম্ভব উনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বমিও করেছেন। রক্ত বমিও করেছেন।
অধ্যাপক রেহমানের স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে বাস করেন। তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। তার মৃত্যুর খবরে ছুটে আসা প্রতিবেশী ও স্বজনরা জানান, পরিবারের মতামতের ভিত্তিতে তার দাফন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশের রাজনীতি ও পররাষ্ট্র নীতি নিয়ে নিয়মিত লেখালেখি করতেন অধ্যাপক তারেক শামসুর রেহমান। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী