শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছু দেয় না: পরিকল্পনামন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছু দেয় না: পরিকল্পনামন্ত্রী
২৭১ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছু দেয় না: পরিকল্পনামন্ত্রী

ডেস্ক ২৩ জুলাই - টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের অনেক অর্থ দরকার। তবে, এটি বাস্তবায়নে জাতিসংঘ থেকে খুব বেশি আশা করা যাবে না। আমাদের নিজেদের অর্থেই এসডিজি বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছুই দেয় না।

মঙ্গলবার (২৩ জুলাই) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, জাতিসংঘ অনেক উৎসাহ দেয়, খাওয়া হয়, কিন্তু অর্থ পাওয়া যায় না। আমরা নিজেরাই অর্থের সংস্থান করবো। প্রধানমন্ত্রী নিজেই এসডিজি বাস্তবায়ন করবেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাইরে থেকে খুব একটা আর্থিক সহায়তা আসবে বলে মনে হয় না। মূল কথা, আমরা কমিটেড, আমরা কঠোর পরিশ্রম করে টার্গেট পূরণ করবো। আমাদের প্রচুর অর্থ লাগবে। এসডিজি উন্নয়ন বাজেটে ঢুকিয়েছি। আমাদের জিডিপি প্রবৃদ্ধি ভালো, অভ্যন্তরের আর্থিক অবস্থাও ভালো। তবে, বাইরের অর্থ পেলে এসডিজি বাস্তবায়ন আরও সহজ হতো।

তিনি বলেন, জাতিসংঘের ফোরামে গেলে তারা অনেক মিটিং করে, খাওয়া-দাওয়া ভালো দিয়ে থাকে। কিন্তু, শেষপর্যন্ত উৎসাহ ছাড়া তারা কিছুই দেয় না।

জাতিসংঘে এসডিজি ফোরামে অংশ নেওয়ার কথা উল্লেখ করে এম এ মান্নান বলেন, এসডিজি নিয়ে আমরা কী করছি, এটা তুলে ধরেছি। আমরা নানা প্রকল্প বাস্তবায়ন করছি। ২০০০ সালে শুরু হওয়া ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ বা এমডিজি অর্জনের সময় শেষ হয় ২০১৫ সালে। এরপর, জাতিসংঘ ঘোষণা করে ১৫ বছর মেয়াদি ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ বা এসডিজি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ২০১৬ থেকে ২০৩০ মেয়াদে এসডিজির ১৭টি লক্ষ্য পূরণ করতে হবে। ১৭টি লক্ষ্যের অনেক কিছুই আমাদের নিজেদের করতে হবে। যেমন- দারিদ্র্য বিমোচন, সুপেয় পানি, স্যানিটেশন, শিক্ষা। এগুলো নিজেদের তাগিদেই করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির বিষয়ে বিদেশ থেকে বেশি কিছু আশা করি না। আমাদের অভ্যন্তরীণ সম্পদ থেকে থেকে অর্থ বের করতে হবে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে, মাথাপিছু আয়ও বাড়ছে। ফলে, আমাদের নিজেদের অর্থ দিয়েই এসডিজি বাস্তবায়ন করতে পারবো।

তিনি বলেন, বিশ্ব জলবায়ু তহবিল পেতে সমস্যা হয়। তাই, আমরা নিজেরাই এমন একটা তহবিল করছি। নিজেদের উদ্যোগেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছি।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিক) দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য দেন, ফাইল দেন, আমি ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বেগম সাহিন আহমেদ চৌধুরী প্রমুখ।



এ পাতার আরও খবর

শেখ সেলিম ও শেখ পরশ’র বিশ্বস্ত সহযোগী আমির এখন নব্যজাতীয়তাবাদী চেতনার ধারক শেখ সেলিম ও শেখ পরশ’র বিশ্বস্ত সহযোগী আমির এখন নব্যজাতীয়তাবাদী চেতনার ধারক
শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ আন্দোলন: মুখোশের আড়ালে জঙ্গিবাদী উত্থান শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ আন্দোলন: মুখোশের আড়ালে জঙ্গিবাদী উত্থান
আবু তৈয়ব হাবিলদারের প্রতিবাদী কণ্ঠে: পালিয়ে যাওয়া লুটেরাদের বিরুদ্ধে জনতার জবাবদিহি আবু তৈয়ব হাবিলদারের প্রতিবাদী কণ্ঠে: পালিয়ে যাওয়া লুটেরাদের বিরুদ্ধে জনতার জবাবদিহি
সুদী বাটপার ইউনুস সুদের ব্যবসা বুঝো। রাষ্ট্র,জনগণ,বিপ্লব ও বিপ্লবীদের রক্ত বোঝো না আবুতৈয়ব হাবিলদার সুদী বাটপার ইউনুস সুদের ব্যবসা বুঝো। রাষ্ট্র,জনগণ,বিপ্লব ও বিপ্লবীদের রক্ত বোঝো না আবুতৈয়ব হাবিলদার
নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ। নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ।
সীমান্তে বাড়তি সতর্কতা, পুলিশকে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন সীমান্তে বাড়তি সতর্কতা, পুলিশকে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন
বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ: সার্বভৌমত্বের প্রশ্নে বিপজ্জনক পদক্ষেপ বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ: সার্বভৌমত্বের প্রশ্নে বিপজ্জনক পদক্ষেপ
পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা
ভারত-পাকিস্তান যু দ্ধ দেখে অনেকে বলতেছে, বাংলাদেশকে অ স্ত্র সমৃদ্ধ করেন ভারত-পাকিস্তান যু দ্ধ দেখে অনেকে বলতেছে, বাংলাদেশকে অ স্ত্র সমৃদ্ধ করেন
করিডোরের পর এবার বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাটি করিডোরের পর এবার বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাটি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)