শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » বিদেশে শেখ হাসিনার প্রভু নাই -মতিয়া চৌধুরী
প্রথম পাতা » » বিদেশে শেখ হাসিনার প্রভু নাই -মতিয়া চৌধুরী
৪৭৯ বার পঠিত
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে শেখ হাসিনার প্রভু নাই -মতিয়া চৌধুরী

---পক্ষকাল প্রতিবেদক
বিদেশে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ৫ মে হেফাজতকে দাওয়াত দিয়েছিলেন, তাদের দিয়ে ক্ষমতা দখল করবেন। কিন্তু পারেন নাই, আর পারবেনও না।’
মহান বিজয় দিবসে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা-পূর্ব সমাবেশে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চ করে এ সমাবেশ হয়।
মতিয়া চৌধুরী বলেন, ‘ভারতের নির্বাচনের পর মনে করেছিলেন-মোদি আসলে গদিতে বসিয়ে দেবে। কিন্তু মোদি গদিতে বসায় নাই। আইপিএ ও সিপিইউয়ে আমাদের বিজয় অর্জন প্রমাণ করে শুধু ভারত নয়, সারা বিশ্বই আমাদের বন্ধু। বিদেশে শেখ হাসিনার বন্ধু আছে, কিন্তু প্রভু নাই।’
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আন্দোলনে বাংলার জনগণ আগেও সাড়া দেয়নি, ভবিষ্যতেও সাড়া দেবে না।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে বেলা দুইটা থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত এলাকায় সমবেত হতে থাকেন। বিকেল চারটার সময় সমাবেশস্থল থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার শুরুতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে এবং ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা এগোতে থাকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের দিকে। হেঁটে, ট্রাক-পিকআপে করে বিপুলসংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেন। তাঁরা রংবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বড় আকারের জাতীয় পতাকা বহন করেন। শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়ক হয়ে শোভাযাত্রাটি বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এই বিজয় শোভাযাত্রার কারণে বেলা দুইটার পর থেকে শাহবাগ থেকে মৎস্য ভবন ও মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জট বাড়তে থাকে। সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে সমাবেশের অস্থায়ী মঞ্চ থেকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে এই সড়কে যান চলাচল বন্ধ করার আহ্বান জানানো হয়। পরে রাস্তা বন্ধ করা হয়। শোভাযাত্রার কারণে শাহবাগের আশপাশের সড়কে এবং শোভাযাত্রার পথের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যা স্বাভাবিক হতে অনেক সময় লাগে।



এ পাতার আরও খবর

কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ
২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ ২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ
গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া! বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া!
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের
বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে
নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)