শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকার কিভাবে ৩ কোটি লোকের কর্মসংস্থান করবে বোধগম্য নয়: মেনন
সরকার কিভাবে ৩ কোটি লোকের কর্মসংস্থান করবে বোধগম্য নয়: মেনন
পক্ষকাল ডেস্ক ৫ জুলাই - ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকার বলেছে ৩ কোটি লোককে চাকরি দেবে। অথচ দেশে ৩ লাখ ৭৫ হাজার লোকের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে। এ অবস্থায় সরকার কিভাবে ৩ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে তা আমার বোধগম্য নয়।
শুক্রবার (৫ জুলাই) বরিশালে জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য প্রয়াত মাহমুদুল আলমের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মেনন বলেন, আওয়ামী লীগের নেতারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় না দেওয়ার কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। আওয়ামী লীগ ক্ষমতা ও অর্থের মোহে দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে পারবে না।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিকদের হাতে নেই। রাষ্ট্রক্ষমতা হাতে গোনা কিছু লোকের কাছে বন্দী হয়ে আছে। জনগণের স্বার্থে ওই ক্ষমতালোভীদের থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণকে মহাদুর্ভোগের মধ্যে ফেলেছে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব অর্থনীতির সব খাতে পড়বে বলে মনে করেন রাশেদ খান মেনন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু। বক্তৃতা করেন- জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শেখ টিপু সুলতান, জেলা আওয়ামী লীগের সদস্য তরুণ চন্দ্র চন্দ, জেলা জাসদের সভাপতি আবদুল হাই মাহবুব, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এ কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জলিলুর রহমান ও জেলা গণফোরামের সভাপতি হিরন কুমার দাস প্রমুখ।




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী