অবরোধ দীর্ঘস্থায়ী হলে চালের দাম বাড়ার আশঙ্কা
![]()
পক্ষকাল প্রতিবেদক :
অবরোধ দীর্ঘস্থায়ী হলে চালের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আড়তদাররা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনিদিষ্টকালের অবরোধে রাজধানীর চালের বাজারে বর্তমানে কোনো প্রভাব পড়েনি। তবে অবরোধের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় চাল আমদানি বন্ধ রয়েছে।
রাজধানীর চালের বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বাজারে প্রচুর মজুদ থাকায় বাইরে থেকে চাল না এলেও গত কয়েকদিনে তার কোনো প্রভাব পড়েনি।
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ীরা জানান, যদি অবরোধ দীর্ঘাস্থায়ী হয় তাহলে চালের দাম বেড়ে যাবে। আগের আমদানি করা চাল দিয়ে চাহিদামত সরবরাহ করা হচ্ছে।
মিরপুর-১ এর চাল আড়ৎ ব্যবসায়ী বহুমুখী সমিতির সাবেক সভাপতি ও কাদের রাইস এজেন্সির স্বত্বাধিকারী আব্দুর রহিম বলেন, ‘চালের বাজার এমনিতে কিছুটা মন্দা রয়েছে। বলা চলে চালের বাজার সব ধরনের ক্রেতার নাগালে রয়েছে। ফলে এক-দুইদিন অবরোধ চললে চালের দাম বাড়বে না।’
তিনি বলেন, ‘অবরোধ দীর্ঘস্থায়ী হলেই চালের ঘাটতি দেখা দেবে। সেক্ষেত্রে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।’
অন্যদিকে অবরোধের কারণে রাজধানীতে চাল আসা অনেকটাই বন্ধ রয়েছে।





বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় দুদক অভিযানের পর ভোগান্তিতে সাধারণ মানুষ
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে