শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » » প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সারাদেশে ছাত্রলীগের হামলা, হাতাহাতি
প্রথম পাতা » » প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সারাদেশে ছাত্রলীগের হামলা, হাতাহাতি
৩১৪ বার পঠিত
সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সারাদেশে ছাত্রলীগের হামলা, হাতাহাতি

---
পক্ষকাল সংবাদঃপ্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সারাদেশেই কম বেশি ছাত্রলীগের সাথে হামলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। কয়েকটি ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের হামলা ও হাতাহাতির ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।

ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। ধর্মঘটের অংশ হিসেবে সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় ৫ জন আহত হওয়ার অভিয়োগ উঠেছে। প্রগতিশীল ছাত্রজোট সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, বেশ শান্তিপূর্ণভাবে সিলেটে ধর্মঘট চলছিল। এ ধর্মঘটের কারণে কোন ধরনের ক্লাস বা পরীক্ষা হয়নি। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রগতিশীল জোটের কর্মসূচি চলাকালীন ছাত্রলীগের কর্মী জিয়া তার নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহিরুদ্দিন জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা দেখার দায়িত্ব ছাত্রলীগকে দেওয়া হয়নি এবং যারা হামলা করেছে তাদেরকেও দেওয়া হয়নি। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ পরে তারা এ ব্যাপারে মিটিং করবেন।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে যাবেন। সেখানে তার সমাবেশ রয়েছে। এ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সকাল থেকে ক্লাস বর্জন করে। মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে প্রগতিশীল ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলায় চারজন আহত হন।

এছাড়া, ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরাও।



এ পাতার আরও খবর

বাংলাদেশ সরকার বোয়িং থেকে ২৫টি বিমান কিনার অর্ডার দিয়েছেন, কমিশন বানিজ্য বাংলাদেশ সরকার বোয়িং থেকে ২৫টি বিমান কিনার অর্ডার দিয়েছেন, কমিশন বানিজ্য
ভিতরের আসল খবর : বোয়িং থেকে ২৫টি বিমান কেনার অভ্যন্তরীন খণ্ডচিত্র প্রেক্ষাপট ও কৌশলগত উদ্দেশ্য ভিতরের আসল খবর : বোয়িং থেকে ২৫টি বিমান কেনার অভ্যন্তরীন খণ্ডচিত্র প্রেক্ষাপট ও কৌশলগত উদ্দেশ্য
নাহিদুল ইসলাম: বাংলাদেশের জুলাই গণআন্দোলনের নীরব প্রতিরোধের প্রতীক নাহিদুল ইসলাম: বাংলাদেশের জুলাই গণআন্দোলনের নীরব প্রতিরোধের প্রতীক
আসছে যুক্তফ্রন্ট আসছে যুক্তফ্রন্ট
চাঁদাবাজির দায়ে এন সিপির ছাত্র সংগঠনেরব৫ নেতা আটক চাঁদাবাজির দায়ে এন সিপির ছাত্র সংগঠনেরব৫ নেতা আটক
‘ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে’ অর্থ উপদেষ্টা ‘ব্যাংকের ৮০% টাকা নিয়ে গেছে, পুনর্গঠনে ৩৫ বিলিয়ন লাগবে’ অর্থ উপদেষ্টা
নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা
বিএনপি-মনোয়ন প্রত্যাশীদের নতুন বার্তা বিএনপি-মনোয়ন প্রত্যাশীদের নতুন বার্তা
পাঁচ দিনের মধ্যে সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা পাঁচ দিনের মধ্যে সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা
বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহা হয়ে যুক্তরাষ্ট্রের সরকারি সফরে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহা হয়ে যুক্তরাষ্ট্রের সরকারি সফরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)