শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » সমঝোতামূলক রাজনীতির পরামর্শ সিপিডির
প্রথম পাতা » » সমঝোতামূলক রাজনীতির পরামর্শ সিপিডির
৩৪৬ বার পঠিত
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমঝোতামূলক রাজনীতির পরামর্শ সিপিডির

---

পক্ষকাল প্রতিবেদক : কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যক্তি খাতে বিনিযোগ বাড়ানো, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সমঝোতামূলক রাজনীতির পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৪-১৫ অন্তর্র্বতীকালীন পর্যালোচনা’ বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।

দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, ‘বর্তমানে দেশে ৬ শতাংশ প্রবৃদ্ধি। এটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। গত নির্বাচনের পর আশা করা হয়েছিল ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়বে। তা হয়নি। প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশের ওপরে করতে হলে অবশ্যই ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের জন্য বিদ্যুৎ, গ্যাস, জমি ও রাস্তা-ঘাট লাগবে। একই সঙ্গে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে।’ এ জন্য সরকারকে ‘সমঝোতামূলক রাজনীতির’ পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগের জন্য ব্যাংক ও পুঁজিবাজার প্রয়োজন। ব্যাংক থেকে চলতি মূলধন ও পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করা হয়। এই দুই খাতকে আরও শক্তিশালী করতে হবে।’

অর্থপাচার রোধের আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘দেশ থেকে অর্থপাচার হচ্ছে। বিদেশে থেকে আমরা যে পরিমাণ অর্থ সাহায্য পাই তার চেয়ে বেশি অর্থ আমাদের দেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। ওভার ইনভয়েসের (পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থপাচার) মাধ্যমে রফতানি ব্যয় বাড়িয়ে এ সব অর্থ পাচার করা হচ্ছে। এক গণমাধ্যম থেকে জানা যায় ভারত ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জন করে বাংলাদেশ থেকে।’

খাদ্য নিরাপত্তায় গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘চাল রফতানি করতে হলে দেশের জন্য ১৫ লাখ টন মজুত রাখতে হবে। এর ওপর মজুত থাকলে রফতানি করা যেতে পারে।’
সংবাদ সম্মেলনে ‘ব্যাংক রিফরম কমিশন’ গঠনের প্রস্তাব করা হয়েছে। যেখানে এ কমিশন বিভিন্ন নীতিমালা তৈরী করবে ও সরকার তা বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
রাষ্ট্রীয় সংস্কার: জনগণের আকাঙ্ক্ষা না কি পশ্চিমা চাপ? রাষ্ট্রীয় সংস্কার: জনগণের আকাঙ্ক্ষা না কি পশ্চিমা চাপ?
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঅতীতের গৌরব, বর্তমানের সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঅতীতের গৌরব, বর্তমানের সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার
নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিমকোর্টের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের4 নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিমকোর্টের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের4
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে? বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)