শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতকে পূর্ণ সমর্থন দিল রাশিয়া
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতকে পূর্ণ সমর্থন দিল রাশিয়া
২৬৯ বার পঠিত
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতকে পূর্ণ সমর্থন দিল রাশিয়া

---
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ‘জঙ্গি’ ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে পাকিস্তানের সন্ত্রাস দমনে যে কোন ধারনের কর্মকাণ্ডে ভারতের পাশে থাকবে রাশিয়া।

ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ মঙ্গলবার এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের উরিতে হামলার পর থেকেই কূটনৈতিকভাবে অন্যান্য দেশকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারত। সে অনুযায়ী বড় সাফল্যই পেয়েছে ভারত। ইসলামাবাদে সার্ক বাতিল হওয়া তার মধ্যে অন্যতম। সার্কভুক্ত সব দেশগুলিই সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে।

মার্কিন কংগ্রেসেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় বিল পেশ হয়েছে। সে দেশে শুরু হওয়া এক অনলাইন পিটিশনেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ ঘোষণার পক্ষে এখনও পর্যন্ত সায় দিয়েছেন পাঁচ লক্ষ মানুষ। এরই মধ্যে চীনও জানিয়েছিল, পাকিস্তানের ভারত বিরোধিতায় সর্বোতভাবে তারা পাশে থাকছে না। এরপর পাশে দাঁড়াল রাশিয়াও। পাকিস্তানকে ভারতের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে আবেদন করা হল সে দেশের পক্ষ থেকে।

জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের উরির ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাশিয়া। এর আগে সে দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকেও তা জানিয়ে দেওয়া হয়েছিল। এবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এম কাদাকিনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দেশের সেনা ছাউনিতে জঙ্গি হামলা চালানোর ঘটনা আসলে বৃহত্তর মানবাধিকার লঙ্ঘন। ভারতকে শান্তিকামী দেশ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রত্যেকটি দেশের আত্মরক্ষার অধিকার আছে। ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে তাই পূর্ণ সমর্থন জানাচ্ছে রাশিয়া।

পত্রিকারি খবরে বলা হয়, রাশিয়া-পাকিস্তান সামরিক অভিযান নিয়ে কিছু সন্দেহ ছিল ভারতের। কিন্তু সে ব্যাপারেও ভারতকে আশ্বস্ত করেছে রাশিয়া। তারা জানিয়েছে, এই সামরিক অভিযানও আসলে সন্ত্রাস বিরোধিতার প্রশ্নেই। পাক অধিকৃত জম্মু কাশ্মীরেও এরকম কোনও অভিযান হবে না বলেও জানিয়েছে রাশিয়া। সব মিলিয়ে ভারত-পাক দ্বন্দ্বের পরিবেশে পাকিস্তানকে ছেড়ে ভারতের পাশেই এসে দাঁড়াল বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিধর এই রাষ্ট্র।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)