শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » সিঙ্গাপুরে আরও ৯ বাংলাদেশি জিকায় আক্রান্ত
প্রথম পাতা » » সিঙ্গাপুরে আরও ৯ বাংলাদেশি জিকায় আক্রান্ত
২৪০ বার পঠিত
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিঙ্গাপুরে আরও ৯ বাংলাদেশি জিকায় আক্রান্ত

---
সংবাদ পক্ষকাল : সিঙ্গাপুরে নতুন করে আরও ৯ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৯-এ গিয়ে দাঁড়ালো।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।তবে আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। ইতোমধ্যে আক্রান্তদের কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন।বিবৃতিতে বলা হয়, প্রথমে ১০ বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর আরও নয়জন জিকা আক্রান্ত বাংলাদেশি নাগরিক পাওয়া গেছে।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশি রোগীদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশিদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে যে কোন সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)