শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মশাল প্রতীকে নির্বাচিত যারা তাদের বিষয়টি সংসদই বিবেচনা করবে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মশাল প্রতীকে নির্বাচিত যারা তাদের বিষয়টি সংসদই বিবেচনা করবে
৩৪৭ বার পঠিত
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মশাল প্রতীকে নির্বাচিত যারা তাদের বিষয়টি সংসদই বিবেচনা করবে

---

পক্ষকাল ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নির্বাচনী প্রতীক মশাল হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন অংশের হাতে দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার যে দাবি অন্য অংশ জানিয়েছে- তা নাকচ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রোববার  বলেন, “আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। হাসানুল হক ইনু জাসদের সভাপতি এবং শিরীন আখতার সাধারণ সম্পাদক। তাদেরকে মশাল প্রতীক ব্যবহার করতে বলে দিয়েছি। কাজেই উনারা (আরেক অংশ) যদি আইনসঙ্গতভাবে কোথাও যেতে চান, যেতে পারেন।”ইসির সিদ্ধান্তকে ‘পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারের পরিপন্থি’ আখ্যায়িত করে তা পর্যালোচনার এই আবেদন করেছিল শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদের অপর অংশ।

গত শুক্রবার এক বিবৃবিতে তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার আগে নির্বাচন কমিশনকে আবারও ‘ভালোভাবে বিষয়টি পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার’ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গত দুটি জাতীয় নির্বাচনে যারা মশাল নিয়ে নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে তিনজনএমপি আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদের সঙ্গে রয়েছেন। এরপরও ইসি তাদের দাবি ‘উপেক্ষা’ করেছে।অথচ যারা অন্য প্রতীক নিয়ে (ইনু ও শিরীন দুজনই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন) গত নির্বাচন পার হয়েছেন, তাদের হাতেই ইসি মশাল তুলে দিয়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, মশাল প্রতীকে নির্বাচিত যারা ইনুর জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটিতে গেছেন, তাদের বিষয়টি সংসদই বিবেচনা করবে।
“এটা সংসদ বিবেচনা করবে, এটা আমাদের (ইসি) বিবেচ্য বিষয় নয়। গঠনতন্ত্র ও আইন অনুসারে আমরা কেবল নিবন্ধনের বিষয়টি বিবেচনা করেছি।”গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।

দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হওয়ায় গত ৬ এপ্রিল আলাদাভাবে দুই পক্ষের শুনানি করে ইসি। এরপর গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশন ইনু-শিরীনের জাসদকেই ‘মূল ধারা’ হিসেবে স্বীকৃতি দেয়।

শাহনেওয়াজ বলেন, “জাসদের যে গঠনতন্ত্র আছে- তা ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যা করে তাদের একটা দলকে বলেছি যে মশাল তারা ব্যবহার করবে। গঠনতন্ত্র অনুসারে যারা মশাল পাওয়ার কথা, আমরা বিচার বিবেচনা করে তাদেরকেই মশাল ব্যবহার করতে দিয়েছি।”



এ পাতার আরও খবর

জরিপ এলাকা গরীব” জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি  ভেঙে দিল নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র? সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না” তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)