বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » » নব নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে
নব নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে
ঢাকা ১২ মে ২০১৫
পক্ষকাল প্রতিবেদকঃ
বাংলাদেশে নব নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স (Dr. Thomas Prinz) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারনে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বরোপ করে। তিনি বলেন দেশ হিসেবে জার্মানী বাংলাদেশী রফতানী পন্যের দ্বিতীয় বৃহত্তম বাজার এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারনের মাধ্যমে এ পার¯পরিক বাণিজ্যের পরিমান আরও বাড়ানো সম্ভব। মাহমুদ আলী বাংলাদেশ ও জার্মানীর মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করলে জার্মান রাষ্ট্রদূত এ বিষয়ে তার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রফতানী প্রক্রিয়াকরণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রদত্ত সুবিধাদি, পুঁজির উৎস দেশসমূহে মুনাফার প্রত্যাবর্তন, কর রেয়াত ইত্যাদি বিনিয়োগ সুবিধার কথা উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূতকে জানান যে, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষনীয় একটি স্থান।
রাষ্ট্রদূত থমাস প্রিন্স বাংলাদেশ ও জার্মানীর মধ্যে বিদ্যমান ব্যপক অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারনের জন্য কাজ করবেন বলে উভয় মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে জানান। বাংলাদেশের শিল্পকারখানাসমূহ আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে জার্মানীর সহায়তার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই রাষ্ট্রদূত প্রিন্সকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, তার কর্মকালে বাংলাদেশ ও জার্মানীর মধ্যকার দ্বিপাক্ষিক ও বানিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তারা তার দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী