
বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
২২ জুলাই ২০২৫, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং বিমানের বিধ্বস্ত হয়ে ৩১ শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষক-শিক্ষিকা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও এইচএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভের সূচনা ও অংশগ্রহণ
দুপুর ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের এক নম্বর গেটের সামনে সমবেত হন। ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘ভুয়া ভুয়া’, ‘দায়িত্বহীন শিক্ষা মন্ত্রণালয় চাই না’-এমন স্লোগান দিয়ে তারা ফটক অবরুদ্ধ করেন।
শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন দুর্ঘটনার পর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিক্ষা উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা সচিব মো. মাহবুবুর রহমানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
পরীক্ষাকেন্দ্র বিভ্রান্তি ও পরীক্ষা স্থগিতের খামতি
মঙ্গলবার সকাল থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবি ওঠার পর আনুষ্ঠানিক ঘোষণা রাতে ৩টার সময় আসায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। এক এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “রাত তিনটায় হঠাৎ বাতিলের বিজ্ঞাপন, প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি-এই চরম নিশ্চিন্তহীনতা আর কোথায়?”
এসএসসি পরীক্ষার অনাকাঙ্খিত ফলাফলের অভিযোগে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেছেন, “পুনঃমূল্যায়ন ব্যতীত ফল প্রকাশ গ্রহণযোগ্য নয়।”
প্রশাসনের নিয়ন্ত্রণ ও যান চলাচল প্রতিবন্ধকতা
শিক্ষার্থীরা ফটক তালাবদ্ধ করলে সচিবালয়ের প্রধান প্রবেশপথসহ সব গেট বন্ধ করে দেওয়া হয়। চারপাশের সড়কে যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠি ও কাঁদানে গ্যাস নিয়ে সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থান নেন। দুই ঘণ্টা উত্তপ্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেডের শব্দ ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের অবিলম্বে পদত্যাগ
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ও পুনঃআয়োজনে নিরাপদ পরিবেশ নিশ্চিত
ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ
মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুদ্ধি ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা
ক্ষতিগ্রস্ত পরিবার এবং হতাহত পরীক্ষার্থীদের পূর্ণ ক্ষতিপূরণ
ভবিষ্যতে শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও সুবিচার নিশ্চিতের জন্য আইনগত সংস্কার
ভবিষ্যত কর্মসূচি
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামীকাল মন্ত্রণালয় ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।