
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | স্বাস্থ্য ও আইন » ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন। ৭৪ বছর বয়সী ধনখড় তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন যে, তিনি “স্বাস্থ্যসেবা অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে” এই সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে, সংবিধানের অনুচ্ছেদ ৬৭(ক) অনুযায়ী।
তিনি তাঁর চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধনখড় বলেন, উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর সময়কাল ছিল “অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ” এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতির সাক্ষী হওয়া ছিল “একটি গর্বের বিষয়”।
তিনি ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন (২০১৯-২০২২) এবং রাজস্থানের বিধায়ক ও সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন।
এই পদত্যাগের সময়টি ছিল ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন, যা রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে3।