শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » খালেদা বর্তমান বাংলাদেশের ভিলেন : হাসানুল হক ইনু
খালেদা বর্তমান বাংলাদেশের ভিলেন : হাসানুল হক ইনু
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৭১-এ বাংলাদেশের
ভিলেন ছিল পাক হানাদার বাহিনী, ৭৫ পরবর্তীতে বাংলাদেশের ভিলেন ছিল সামরিক শাসকরা ,আর বর্তমান বাংলাদেশের ভিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুপরিকল্পিতভাবে সন্ত্রাস-নাশকতা চালিয়ে কৃত্রিম রাজনৈতিক সংকট সৃষ্টি করে সাংধিানিক গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাত করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। বেগম খালেদা জিয়া নিজেই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিহার করে সন্ত্রাস-নাশকতা-অন্তর্ঘাত-সহিংসতার অস্বাভাবিক পথ গ্রহণ করেছেন। তিনি সমঝোতা চাইলে আগুনে পুড়িয়ে সাধারণ মানুষ মারা এই অস্বাভাবিক নির্মম পথ গ্রহণ করতেন না। বেগম খালেদা জিয়া যা করছেন তা কোন বিবেচনা বা সংজ্ঞায়ই রাজনীতি না, নিছক সন্ত্রাস-নাশকতা মাত্র। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর এখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন। তিনি বলেন, সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার ভুল রাজনীতি গ্রহণ না করায় তিনি এখন
সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। জনাব ইনু বাংলাদেশকে পাকিস্তান- আফগানিস্তনের মত তালেবানী রক্তাক্ত জনপদ বানানোর সকল ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরে ১৪দল ও মহাজোটের রাজনৈতিক শক্তি সমাবেশ জোরদার করার উপর গুরুত্ব অরোপ করেন। জনাব ইনু সাধারণ মানুষকে সংগঠিত করে নাশকতা-সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জাসদ, ১৪ দল, মহাজোটসহ সকল দেশপ্রেমিক শান্তিপ্রিয় গণতান্ত্রিক ব্যক্তি-মহল-শক্তির প্রতি আহ্বান জানান। জনাব ইনু আজ শুক্রবার কাল ১১টায় নগরীর শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনী ভাষনে এ বক্তব্য রাখেন। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। তার রাজনৈতিক রিপোর্টে বলেছেন, সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অবরোধের নামে চালিয়ে যাওয়া বোমাবাজী-সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধ গড়ে তোলার কাজ করাটাই এখন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রধান কর্তব্য।সভায় রাজনেতিক রিপোর্টের উপর আলোচনা শুরু হয়েছে। কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, রবিউল আলম, মীর হোসাইন আকতার, শিরীন আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপি, রেজাউল করিম তানসেন এমপি, আব্দুল হাই তালুকদার, প্রফেসর ডা: এম এ করিম, প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ খালেদ, এড. হাবিবুর রহমান শওকত প্রমূখ এ পর্যন্ত রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করেছেন। সভা রাত পর্যন্ত চলবে।




বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল