
শুক্রবার, ২০ জুন ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » রাশিয়া অর্থনৈতিক মঞ্চে মন্দার আশঙ্কা: সতর্ক করলেন মন্ত্রী রেশেতনিয়াকভ
রাশিয়া অর্থনৈতিক মঞ্চে মন্দার আশঙ্কা: সতর্ক করলেন মন্ত্রী রেশেতনিয়াকভ
রাশিয়া অর্থনৈতিক মঞ্চে মন্দার আশঙ্কা: সতর্ক করলেন মন্ত্রী রেশেতনিয়াকভ
সেন্ট পিটার্সবার্গ, জুন ২০২৫ | সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
রাশিয়ার অর্থনীতি “মন্দার দোরগোড়ায়” বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিয়াকভ। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতায় তিনি এই সতর্কবার্তা দেন-এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে অনুষ্ঠিত বার্ষিক এক অর্থনৈতিক সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চালানো হয়।
রাশিয়ার ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম RBC জানিয়েছে, রেশেতনিয়াকভ বলেন, “বর্তমান পরিসংখ্যানগুলো অর্থনৈতিক শীতলতার ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়ীদের অনুভূতি ও সূচক বিশ্লেষণ করে মনে হচ্ছে, আমরা কার্যত মন্দার কিনারায় পৌঁছে গেছি।”
যুদ্ধ-নির্ভর অর্থনীতি
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি অনেকটাই প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ব্যয় ও নিম্ন বেকারত্বের মাধ্যমে সচল রাখা হয়েছে।
মজুরি বৃদ্ধি পেয়েছে, যাতে মূল্যস্ফীতির প্রভাব সামাল দেওয়া যায়
সেনা যোগদানে বড় বোনাস ও যুদ্ধে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, দরিদ্র অঞ্চলের আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে
তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ সংকট ও মূল্যস্ফীতি অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
মতবিরোধপূর্ণ মূল্যায়ন
যদিও রেশেতনিয়াকভ মন্দার শঙ্কা প্রকাশ করেন, দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউল্লিনা তুলনামূলক আশাবাদী মন্তব্য করেন।
সিলুয়ানোভ বলেন: “অর্থনীতি শীতল হচ্ছে ঠিক, কিন্তু শীতের পর তো গ্রীষ্ম আসে।”
নাবিউল্লিনার মতে: “অর্থনীতি আসলে মাত্রই অতিরিক্ত উত্তাপ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে।”
ভবিষ্যৎ নির্ভর করছে নীতিনির্ধারকদের সিদ্ধান্তে
রেশেতনিয়াকভ স্পষ্ট করে বলেন, “এখন সব নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের ওপর।” অর্থাৎ মন্দা এড়াতে হলে সরকারকে বেসামরিক খাতে বিনিয়োগ, উদ্ভাবন ও বাজার স্থিতিশীলতায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সারাংশ: রাশিয়ার অর্থনীতি যুদ্ধ-নির্ভর কাঠামোয় টিকে থাকলেও, তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সরকার কি মন্দার মুখ থেকে দেশকে ফিরিয়ে আনতে পারবে-তা এখন সময়ের অপেক্ষা।