
বুধবার, ২৮ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বামপন্থী ও ডানপন্থী দের মুখোমুখি রাজনীতি জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী - আহম্মেদ শাকিল
বামপন্থী ও ডানপন্থী দের মুখোমুখি রাজনীতি জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী - আহম্মেদ শাকিল
পক্ষকাল প্রতিনিধি;
জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সংগঠিত বাংলাদেশ পন্থী বাম প্রগতিশীল চিন্তার মাওবাদী দর্শন ভিত্তিক বিপ্লবী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল আজ এক প্রেস বিবৃতিতে বলেন, আজ কিছু রাজনৈতিক ইসু তৈরি হয়েছে, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সন্ত্রাসীদের উৎখাতে ঐক্যবদ্ধ বাম প্রগতিশীল ও ডানপন্থী দের যে বৈপ্লবিক অর্জন জুলাই আগস্ট বিপ্লব। আজ পরস্পরের মুখোমুখি সংঘর্ষ তা ম্লান করে দিয়েছে। এই ঘটনা সমূহ ও রাজনৈতিক গতিপথ নিয়ে বাংলাদেশ ইনকিলাব পার্টি হতাশা প্রকাশ করছে।
বিবৃতিতে আহম্মেদ শাকিল আরো বলেন জুলাই আগস্ট বিপ্লবে বামপন্থী ও ডানপন্থী রা যদি ঐক্যবদ্ধ না হত তবে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকার কে উৎখাত সম্ভব হত না।
আহম্মেদ শাকিল ২০২৩ সালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন প্রকৃয়ার সময়কার একটি ঘটনা উল্লেখ করে বলেন, অতীতে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী মাফিয়া দের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে ডানপন্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের ঐক্য গড়ে তুলতে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আধিপত্য বাদী শক্তির দোসর রা ছাত্র সমাজ কে ঐক্যবদ্ধ হতে দেয় নি। অলৌকিক ভাবে জুলাই আগস্ট বিপ্লবে যুগপৎ ভাবে সকল সংগঠন গুলোর উপস্থিতি ছিল।
আজ বিপ্লব পরবর্তী ১০ মাস পর, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগ এর শাসনে, নির্যাতিত, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাজাপ্রাপ্ত, জামায়াত নেতা আজাহারুল ইসলাম এর বেকসুর খালাস প্রদান কেন্দ্র করে বামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক শক্তি গুলো মুখোমুখি সংঘর্ষে জরিয়ে এক নতুন রাজনৈতিক ইতিহাসের জন্ম দিয়ছে যা জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী।
আহম্মেদ শাকিল বলেন জুলাই আগস্ট বিপ্লবের পর রাষ্ট্র সংস্কার ও রাজনীতি তে সকলের অংশগ্রহণে নতুন গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটবে এমনটাই ছিল জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা। অতীত কে মুছে দিয়ে নতুন ভবিষ্যত তৈরি করতে না পারলে এই বিপ্লব ও জনতার রক্ত বিথা যাবে!