শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২৬ মে ২০২৫
প্রথম পাতা » » জীবনের হিসাব
প্রথম পাতা » » জীবনের হিসাব
৬ বার পঠিত
সোমবার, ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনের হিসাব

জীবনের হিসাব

---

– সুকুমার রায়

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে

মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?

চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”

বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।

বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,

জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”

খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে

নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?

বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”

মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”

বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?

জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”

আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,

কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?

বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”

বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”

বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-

দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,

বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।

মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,

ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”

মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”

মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?

বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,

তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!



এ পাতার আরও খবর

দুর্নীতির বরপুত্র ওসি মোজাম্মেল’র খুঁটির জোর কোথায়? (পর্ব-২) দুর্নীতির বরপুত্র ওসি মোজাম্মেল’র খুঁটির জোর কোথায়? (পর্ব-২)
প্রধান-বিএনপির সঙ্গে সংঘাতে ইউনূস, কুর্সি বাঁচাতে ইস্তফার ‘নাটক’! কোন পথে বাংলাদেশের রাজনীতি? প্রধান-বিএনপির সঙ্গে সংঘাতে ইউনূস, কুর্সি বাঁচাতে ইস্তফার ‘নাটক’! কোন পথে বাংলাদেশের রাজনীতি?
‘ইউনূস জঙ্গি নেতা, দেশ বেচে দিচ্ছেন’, তীব্র আক্রমণে হাসিনা ‘ইউনূস জঙ্গি নেতা, দেশ বেচে দিচ্ছেন’, তীব্র আক্রমণে হাসিনা
মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার, ইতিহাসের সর্বোচ্চ: বিবিএস মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার, ইতিহাসের সর্বোচ্চ: বিবিএস
আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি
বামপন্থী ও ডানপন্থী দের মুখোমুখি রাজনীতি জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী - আহম্মেদ শাকিল বামপন্থী ও ডানপন্থী দের মুখোমুখি রাজনীতি জুলাই আগস্ট বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী - আহম্মেদ শাকিল
অবশেষে ফাঁসি হয়ে গেল মেজর সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকত আলীর অবশেষে ফাঁসি হয়ে গেল মেজর সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকত আলীর
অবসরে যাওয়া দুর্নীতিবাজ আহমদ আলীর ভৈত্তিক সম্পত্তির দাবিদারকে? অবসরে যাওয়া দুর্নীতিবাজ আহমদ আলীর ভৈত্তিক সম্পত্তির দাবিদারকে?
ভবিষ্যত বাংলাদেশ কোন পথে?? ভবিষ্যত বাংলাদেশ কোন পথে??

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)