
বুধবার, ২১ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » কক্সবাজারে সবচেয়ে বড় প্রশাসনিক মাফিয়া স্বামী-স্ত্রী দুইজন
কক্সবাজারে সবচেয়ে বড় প্রশাসনিক মাফিয়া স্বামী-স্ত্রী দুইজন
পক্ষকাল প্রতিনিধিঃ
ইউএনও কক্সবাজার সদর। নিলুফা ইয়াসমিন চৌধুরী (মুন্নি)। বর্তমানে কক্সবাজারে সবচেয়ে বড় প্রশাসনিক মাফিয়া এরা স্বামী-স্ত্রী দুইজন। একই জেলার দুটি গুরুত্বপূর্ণ উপজেলা কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় গুরুত্বপূর্ণ দুটি পদ নিয়ে এরা রাজত্ব করেছে সকলের উপর স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে চাঁদাবাজদের নিয়ে তাদের সম্রাজ। বিগত দিনেও তার বিরুদ্ধে দূর্নীতির ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের প্যাড নিয়ে ছাত্রসমাজ প্রতিবাদ করলে। তিনি তাদেরকে নানা ধরনের হয়রানির শিকার ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। এবং উল্টো তার মিডিয়া মাফিয়া দিয়ে ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধ পাল্টা নিউজ করে উক্ত প্যাড ভুয়া বলে। এবং ডিসি অফিসে তার বিরুদ্ধে অভিযোগ করলেও তারা এখনো কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এর পর ছাত্র প্রতিনিধিরা তার খোঁজ নিলে তার ছাত্রলীগ আমলের মিছিলের ছবি ও ইতিহাস বের হয়ে আসে। জুলাই গণ-অভ্যুত্থানের এতোদিন পরও এখনো আমলাদের এতো গুরুত্বপূর্ণ স্থান গুলো ছাত্রলীগের প্রাক্তন সুবিধা ভোগীদের বহাল রাখা ছাত্র জনতার রক্তের সাথে কি বেঈমানী নয়? বিগত ফ্যাসিট সরকারের আমলে দীর্ঘসময় ধরেই মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগের এসব সুবিধা ভোগীদেরই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে বসানো হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য। জুলাই অভ্যুত্থানের আজকে এতো সময় পরও কেন এখনো প্রশাসনের শীর্ষ স্থানে এরা বহাল? এসব আওয়ামী পন্থী ও প্রাক্তন ছাত্রলীগ কোটায় চাকরি পাওয়া আমলাদের স্বাক্ষরেরই তো জুলাইতে আমাদের ভাইদের শহীদ করা হয়েছে। এখনো কক্সবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানেও এরা কেমনে থাকে? ইন্টেরিমের কাছে আমাদের প্রশ্ন তারা কি আমাদের শহীদদের রক্তের উপর ক্ষমতায় বসে আওয়ামী পূর্নবাসন করছে? নুতন করে সংব্দ লিক