
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » সরকারি বই কেজি দরে বিক্রির প্রতিবাদে মানববন্ধন
সরকারি বই কেজি দরে বিক্রির প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নামের একটি এনজিও’র কর্মকর্তাদের বিনামূল্যে বিতরণের সরকারি বই কেজি দরে বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই অপকর্মের হোতাদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজ।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে আমঝুপি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা তৃণমূল মডেল একাডেমী ও উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের নতুন বই নিয়মবহির্ভূত ভাবে কেজি দরে ভাংড়ির দোকানে বিক্রয় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর শিক্ষা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক) যে গ্রাম আদালত পরিচালনা করে এ ধরনের সালিশ করার কোন আইনি বৈধতা তাদের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিচারের নামে শুধুই টাকা আত্মসাৎ করা হয় (মউকে)।
সর্বশেষ তারা মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী পরিচালক কে অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহৎ পরিসরে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কমিটির সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আঃ রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী, অভিভাবকদের প্রতিনিধি দলসহ স্থানীয় ছাত্র ও সুশীল সমাজের প্রতিনিধী গন উপস্থিত ছিলেন