বাংলাদেশ মেডিকেল সহ ৩ টি প্রতিষ্ঠান দখল করেছে বিএনপি।
মাইকেল :বাংলাদেশ মেডিকেল কলেজের গভনিং বডির চেয়ারমান অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন। উনি বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ০৫ আগষ্টের পর বাংলাদেশ মেডিকেল কলেজ যে ট্রাস্টের আন্ডারে চলে সেই ট্রাস্টের ৩ টি প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বিএনপির নেতারা।
অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন নিয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ। ড প্রফেসর ফরহাদ আলীম ডোনার, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিইও, তিনি দখল করেছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ।
বাংলাদেশ মেডিকেল,বাংলাদেশ ডেন্টাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ পরিচালিত হয় একটি ট্রাস্টের মাধ্যমে। ০৫ আগষ্টের পর বাংলাদেশ মেডিকেল সহ বাকি ২ টি প্রতিষ্ঠানের গভনিং বডির আগের সদস্যদের প্রবেশ করতে দিচ্ছে না দোলন এবং ডোনারের লোকজন।