শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি
আবার এলো ২১ ফেব্রুয়ারী
শিমুল পলাশের আগুনঝরা রং স্মরণ করিয়ে দেয় ছালাম বরকতের দ্রোহের রক্তকে। শেষ হয়েছে আলপনা, শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার।
মধ্যরাত থেকেই জাতি শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি। তবে সারাদিন শনিবার (২০ ফেব্রুয়ারি) দেখা মিলেছে দর্শনার্থীদের।
এদিকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার প্রস্তুতি পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পুরো এলাকায় স্পর্শকাতর স্থানগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য র্যাবের বোমা স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি দেশের সব শহীদ মিনারেও যথেষ্ট পরিমাণ র্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।