শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » মসজিদে রক্তলাল পতাকা, ইরানের প্রতিশোধের ইঙ্গিত
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » মসজিদে রক্তলাল পতাকা, ইরানের প্রতিশোধের ইঙ্গিত
৩০৭ বার পঠিত
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মসজিদে রক্তলাল পতাকা, ইরানের প্রতিশোধের ইঙ্গিত

---

পক্ষকাল ডেস্ক সংবাদ-

পবিত্র জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়ালো ইরান। এই পতাকা মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় আসন্ন প্রতিশোধের ইঙ্গিত। দেশটির কম শহরে এই মসজিদ অবস্থিত। এটি ইরানের সপ্তম বৃহত্তম শহর।

৪ জানুয়ারি, শনিবার ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার এর কয়েক ঘণ্টা পর জামকারান মসজিদের সর্ব্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ায় ইরান। এমন খবর প্রকাশ করে সংবাদমাধ্যম এক্সপ্রেস ও ডেইলি মেইল।

তবে বাগদাদের মার্কিন স্থাপনায় কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ওই হামলায় একযোগে ৫টি রকেট ছোড়া হয়। এতে এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার কথা জানা গেছে।

ইরানের ইতিহাসে এই প্রথম জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়ানো হলো। পতাকাটিতে লেখা, ‘যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়’।

এই পতাকা ওড়ানোকে সোলাইমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে এ পতাকাকে। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা দিয়ে অন্যায় রক্তপাতের বদলা নেয়ার প্রতীক।

এর আগে ৩ জানুয়ারি, শুক্রবার কাসেম সোলাইমানিকে হত্যায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার শোকার্ত মানুষ বাগদাদের রাস্তায় নেমে আসে ও ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পুপুলার মোবিলাইজেশন ইউনিটস (পিএমইউ) সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস।

এই ঘটনায় ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সোলাইমানিকে হত্যাকারীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করেছে।’

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘হোয়াইট হাউজ বুঝতে পারেনি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে।’ শনিবার রাজধানী তেহরানে সোলাইমানির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এদিকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকরচি বলেন, ‘জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের ‘সঠিক সময় ও স্থানের’ জন্য ধৈর্যশীল হবে তেহরান। আমরা ধৈর্যের সঙ্গে একটি পরিকল্পনা ঠিক করব এবং সেই পরিকল্পনা অনুযায়ীই বিধ্বংসী উপায়ে যুক্তরাষ্ট্রকে জবাব দেব।’

এরই মাঝে সোলাইমানি হত্যায় ক্ষুব্ধ ইরানের জেনারেল গোলাম আলি আবু হামজাহ হরমুজ প্রণালীতে গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় হামলার হুঁশিয়ারি জানিয়েছেন। তার বাহিনী ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজসহ পারস্য উপসাগর ও ইজরায়েলের নিকটবর্তী প্রায় ৩৫টি মার্কিন স্থাপনার দিকে তাক করে আছে বলে জানান তিনি।



এ পাতার আরও খবর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিমলা চুক্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিমলা চুক্তি।
কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ
২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ ২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ
গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া! বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া!
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের
বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)