বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » প্রশাসনে পদোন্নতি নিয়ে জরুরি বৈঠক: অস্থিতিশীলতার আশঙ্কা
প্রশাসনে পদোন্নতি নিয়ে জরুরি বৈঠক: অস্থিতিশীলতার আশঙ্কা
পক্ষকাল প্রতিবেদক: প্রশাসনে তিন স্তরে পদোন্নতি নিয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ডের  (এসএসবি) জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ওই বৈঠক শুরু হয়েছে। এদিকে এসএসবির জরুরি বৈঠকের এ খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রশাসনে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে।
বৈঠকের খবর পাওয়ার পরপরপই সচিবালয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে গ্রুপিং ও যোগাযোগ বেড়ে গেছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রশাসনের এই পদোন্নতি সংক্রান্ত জরুরি বৈঠক নতুন করে অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে দেখা গেছে, যখনই পদোন্নতি দেয়া হয়েছে বঞ্চিত ও ক্ষুব্ধদের পাল্লা ভারী হয়েছে। আর সে কারণে এই বৈঠক নিয়ে অস্থিতিশীলতার আশঙ্কাও জোরালো হচ্ছে ।
সূত্রমতে, জনপ্রশাসনের এই পদোন্নতিকে কেন্দ্র করে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। প্রথমত, প্রশাসনে অস্থিতিশীলতার আশঙ্কা। অর্থাৎ এর প্রতিক্রিয়া কি হতে পারে তা নিশ্চিত নয়। দ্বিতীয়ত, এমনিতেই প্রত্যেকটি স্তরে পদের চেয়ে অতিরিক্ত কর্মকর্তার সংখ্যা অনেক বেশি। নতুন করে কোন স্তরে কতজনকে পদোন্নতি দেয়া হবে, কারা পদোন্নতি পাবেন- সে ব্যাপারে এখনো প্রাথমিক কোনো আভাস পাওয়া যায়নি।
এদিকে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রশাসনে এই পদোন্নতি সরকারকে অস্থিতিশীলতার নতুন ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসনে বর্তমানে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব- এ তিনটি স্তরে পদোন্নতির প্রক্রিয়া চলছে। তিনটি স্তরেই নতুন করে ব্যাপক সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে। যদিও প্রত্যেকটি স্তরেই পদের চেয়ে কর্মকর্তা আছে বেশি।
বর্তমানে অতিরিক্ত সচিব পর্যায়ে ১০৮টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন ২৬৬ জন, যুগ্মসচিব পর্যায়ে ৪৩০টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন ৮৯৩ জন এবং ৮৩০টি উপসচিব পদের বিপরীতে কর্মকর্তা আছেন ১ হাজার ২শ’ ৮৭ জন।
অতীতে দেখা গেছে, যখনই পদোন্নতি দেয়া হয়েছে বঞ্চিত ও ক্ষুব্ধদের পাল্লা ভারী হয়েছে। এবার অবশ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অতীতে যারা পদোন্নতি থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে যারা পদোন্নতির যোগ্য- সবাইকে পদোন্নতি দেয়া হবে। অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ ছাড়া (বিভাগীয় মামলা প্রভৃতি) কাউকে বাদ দেয়া হবে না। কিন্তু, এ ক্রাইটেরিয়া পুরোপুরি অনুসরণ করতে গেলে পদোন্নতি প্রত্যাশী প্রভাবশালী কর্মকর্তাদেরকে বিবেচনায় আনা সম্ভব নয়।
অন্যদিকে, প্রশাসনে বিলম্বে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ধারণাগত জ্যেষ্ঠতার একটি ফাইল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই পদোন্নতির আগেই ধারণাগত জ্যেষ্ঠতা আদায় করে নেয়ার জন্য তারা জোরালো তদবির চালিয়ে যাচ্ছিলেন। আর এরইমধ্যে এদেরকে ধারণাগত জ্যেষ্ঠতা না দিয়ে প্রশাসনে পদোন্নতি সংক্রান্ত এসএসবির এই বৈঠকের কারণে অস্থিতিশীলতার আশঙ্কা আরো জোরালো হচ্ছে।




    হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন    
    আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?    
    বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প    
    রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত    
    বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ    
    “সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু    
    ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব    
    জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?    
    খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি    
    বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী