শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » তরুণীকে গাড়িতে ধর্ষণ করেছে জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন শিকদার
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » তরুণীকে গাড়িতে ধর্ষণ করেছে জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন শিকদার
১৭৪০ বার পঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণীকে গাড়িতে ধর্ষণ করেছে জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন শিকদার

পক্ষকাল প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন এক তরুণী।

৩২ বছর বয়সী ওই নারী ১১ জুলাই ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করলেও বিষয়টি মঙ্গলবার তার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফনের দিন খবরটি গণমাধ্যমে আসে।

বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম তার অভিযোগ শুনে বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৭ জুলাইয়ের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির জানিয়েছেন।

তবে মঙ্গলবারও ট্রাইব্যুনাল থেকে মামলার নথিপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়নি।

আইনজীবী হুমায়ুন জানিয়েছেন, “অভিযোগের সঙ্গে অনেকগুলো স্থিরচিত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, যা সঙ্গতিপূর্ণ বলে মনে হচ্ছে। কতগুলো ভিডিওচিত্র রয়েছে, যা ট্রাইবুনালে সময়মতো জমা দেওয়া হবে।

“প্রথমে এরকম একজন বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাইনি। কিন্তু ঘটনা সত্য মনে হওয়াতে বাদীর পক্ষে মামলা করেছি। বিচার বিভাগীয় তদন্তে কী বেরিয়ে আসে দেখা যাক।”- বলেন আইনজীবী।

ঢাকার বাংলাবাজারে পুস্তক ব্যবসায়ী লোটন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির গত কমিটিতে সভাপতি ছিলেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল বুক সেন্টারের (জাতীয় গ্রন্থ সংস্থা) পরিচালনা পষর্দেরও সদস্য।

মামলার বিষয়ে লোটনের ভাষ্য, জাতীয় পার্টির অপর একটি গ্রুপ রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে ওই নারীকে দিয়ে তার বিরুদ্ধে এ অভিযোগ করিয়েছেন।

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লোটনকে গত ৯ মে আরও সাতজনের সঙ্গে পদোন্নতি দিয়ে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করেন এরশাদ। এর আগে এরশাদের ভাই জিএম কাদের ও তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিদ্যমান দ্বন্দ্বের মধ্যে লোটনকে দলীয় বিভিন্ন সভায় জি এম কাদেরের পক্ষে কথা বলতে দেখা যায়।

এর আগে জানুয়ারিতে এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলে জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের পর ‘রওশনপন্থি’ বলে পরিচিত নেতারা নাখোশ মনোভাব দেখান বিভিন্ন সভায়।

মামলার অভিযোগে বলা হয়, আসামি লোটন ‘সিকদার অ্যান্ড পাবলিকেশন’ ও ‘আকাশ পাবলিকেশনের’ মালিক। অন্যদিকে বাদী একজন লেখিকা হওয়ায় আসামির সঙ্গে পরিচয় হয়। আসামি লোটনের ‘সংগঠক ও সংগঠন’ রাজনৈতিক বইটি লিখতে সঙ্গে বাদী তার সহকারী লেখিকা হিসেবে কাজ করেন। পরে আসামির প্রতিষ্ঠান ‘আকাশ পাবলিকেশন’ থেকে প্রকাশিত ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ ছবি অ্যালবামের নির্দেশনা ও অঙ্গসজ্জা হিসেবেও বাদী কাজ করেন।

“ওই কাজের জন্য বাদী আসামির সঙ্গে নিয়মিত দেখা করতেন। তখন আসামি বাদীকে প্রায়ই ইভটিজিংমূলক কথাবার্তা বলতেন। আসামি বাবার বয়সী ভেবে বাদী বিষয়টি এড়িয়ে যেতেন। এছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে, ম্যাসেঞ্জারে বাদীর কাছে নোংরা ছবি পাঠাতেন এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতেন। কাজের প্রয়োজনে আসামির কাছে যেতে হতো বলে বাদী কঠোর প্রতিবাদ করতে পারতেন না।”

মামলায় বলা হয়, চলতি বছর ১ জানুয়ারি আসামির জন্মদিনে তার অনুরোধে বাদী রাজধানীর কোতয়ালী থানার বিউটি বোর্ডিংয়ে যান। সেখানে কেক কাটার পর আসামি বাদীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলেন। পথে ড্রাইভার ও তার সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি নিরিবিলি জায়গায় থেমে গাড়িতেই বাদীকে ধর্ষণ করেন। মোবাইল ফোনে ধর্ষণের ছবি ও ভিডিওধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে পরে তাকে বাসায় পৌঁছে দেন।

“আসামির কাছে নোংরা ছবি ও ভিডিও থাকায় সে বাদীকে ব্ল্যাকমেইল করে। এরপর বিভিন্ন সময় আসামির পাবলিকেশন হাউজ ও বিউটি বোডিংয়ে একাধিকবার বাদীকে ধর্ষণ করেন। সর্বশেষ আসামি বাদীকে বিয়ে করবেন বলে ডেকে এনে গত ৩০ জুন ১২টা থেকে ২টার মধ্যে বিউটি বোডিংয়ের দোতলার একটি কক্ষে ধর্ষণ করেন।”



এ পাতার আরও খবর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না
বিপুল পরিমাণে টাকা নিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার বিপুল পরিমাণে টাকা নিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার
হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন
দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে? দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে?
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভি দেখে শনাক্ত, চারজন গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভি দেখে শনাক্ত, চারজন গ্রেপ্তার
রক্তে লেখা রাষ্ট্রের মুখোশ রক্তে লেখা রাষ্ট্রের মুখোশ
দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না, আদালতকে মেজর সাদিকের স্ত্রী দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না, আদালতকে মেজর সাদিকের স্ত্রী
দীপু মনি অন্যায় আবদার রাখাতে বাধ্য করতেন : ভিসি কলিমুল্লাহ দীপু মনি অন্যায় আবদার রাখাতে বাধ্য করতেন : ভিসি কলিমুল্লাহ
নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)