বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের বিজয় না আসা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে
স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের বিজয় না আসা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে
পক্ষকাল ডেস্ক-: স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের বিজয় না আসা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ঐক্যফ্রন্ট যেমন আছে তেমনি থাকবে। ঐক্যফ্রন্ট ভাঙবে না, ঐক্যফ্রন্ট মানুষের জায়গা, মানুষ ঐক্যফ্রন্টকে চায়, মানুষ ঐক্যফ্রন্টকে ভালোবাসে।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, নিজেদের মধ্যে ঐক্যের বন্ধনকে অটুট করে আপনাদের কাছে বৃহত্তর কর্মসূচি নিয়ে আসব। এ কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। আর ঐক্যফ্রন্ট আন্দোলনের মধ্যেই থাকবে। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের বিজয় না আসবে।
তিনি বলেন, সারাদেশে আজ লুটপাটের একটা মহোৎসব চলছে। এটা একটা লুটের দেশ যারা ক্ষমতায় আছেন ওরা লুটেরাদের প্রশ্রয় দেয়। ওরা লুটেরাদের টাকায় ভাগ বসায়। ওরা দুর্নীতিবাজ।
মাহমুদুর রহমান মান্না বলেন, একেক জন মানুষের হিসাব এর মধ্যে হাজার কোটি টাকার লুটপাটের ঘটনা আছে। প্রমাণ আছে, যেদিন জনতার আদালত বসবে। মানুষ সত্যি সত্যি বিচার করতে পারবে সেদিন সবার চেহারা উন্মোচিত হবে। সেদিন কাউকে ছাড়া হবে না যোগ করেন মান্না। এক মাঘে শীত যাবে না সময় যখন আসবে তখন আমরা দেখব।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আসম রব, মস্তফা মহসিন মন্টু প্রমুখ




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী