শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » » জন্মভিটায় চিরশায়িত সাংবাদিক রাজা
প্রথম পাতা » » জন্মভিটায় চিরশায়িত সাংবাদিক রাজা
২৯১ বার পঠিত
সোমবার, ১৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জন্মভিটায় চিরশায়িত সাংবাদিক রাজা

ডেস্ক : ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজাকে নিজ গ্রামে বড়ভাই বীর মুক্তিযোদ্ধা রায়হানুল হক মোফার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ জন্মভূমি ব্রহ্মপুত্র বিধৌত চিলমারী উপজেলার জোড়গাছ মন্ডলপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাদ জোহর চিলমারী থানাহাট এ ইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার, জেলা পরিষদ সদস্য রেজাইল করিম লিচু, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মরদেহ পৌঁছালে কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক রাজাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভুপতি ভুষণ বর্মা, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহম্মেদ ও সম্পাদক দুলাল বোস, সাংবাদিক সফি খান, ইউসুফ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৭ মার্চ) দুপুরে ঢাকার পল্লবীতে শফিউল আলম রাজার প্রতিষ্ঠিত ভাওয়াইয়া গানের স্কুল কলতান-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক রাজা যুগান্তর, জনকণ্ঠ, আমাদের অর্থনীতিসহ বেশ কয়েকটি দৈনিকে সাংবাদিকতা করেছেন। পেশাগত জীবনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টিআইবি ও ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।

তিনি ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকমের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।

এছাড়া রাজা ছিলেন একজন খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী ও গবেষক। তিনি বাংলাদেশ বেতারের বিশেষ এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর শিল্পী ছিলেন।
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘উত্তরের সুর’ চলচ্চিত্রে ৪টি মৌলিক ভাওয়াইয়া গান গেয়ে প্রশংসিত হন খ্যাতিমান এই শিল্পী।



এ পাতার আরও খবর

সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়! সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়!
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত
সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়
❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞ ❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞
৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
“জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার “জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি
আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)