শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডাকসুর জিএস-এজিএসসহ ২৩ পদেই ছাত্রলীগ জয়ী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডাকসুর জিএস-এজিএসসহ ২৩ পদেই ছাত্রলীগ জয়ী
৩৭০ বার পঠিত
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসুর জিএস-এজিএসসহ ২৩ পদেই ছাত্রলীগ জয়ী

পক্ষকাল ডেস্ক -

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দেয়া প্যালেনের প্রার্থীরা। এর মধ্যে সাধারণ সম্পাদক জিএস পদে সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন জয় পেয়েছেন।
তবে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর নির্বাচিত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় সিনেট ভবনে ঢাবির উপাচার্য মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। পদাধিকার বলে উপাচার্যই ডাকসুর সভাপতি। এ সময় উপাাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে নুরুল হক ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। জিএস পদে রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। আর এজিএস পদে সাদ্দাম ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।
এছাড়া অন্য পদগুলোর মধ্যে ছাত্রলীগের প্যানেলের মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই-নোমান নির্বাচিত হয়েছেন।

আর সদস্য পদে ছাত্রলীগের চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভীন, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল ও মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

এদিকে ফলাফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগ সভাপতির অনুসারীরা। এ সময় তাদের ভিপি পদে জয়ী নুরুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। তাকে বহিষ্কারেরও দাবি তোলেন ছাত্রলীগ নেতারা। তারা ‘মানি না, মানব না’ বলেও স্লোগান দেন।

এর আগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১৮টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জাল ভোট, কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া প্রায় সকল প্যানেল ও সতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। সেই সঙ্গে তারা ভিসির বাসভন ও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান ও বিক্ষোভ করে।



এ পাতার আরও খবর

“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু “সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব” জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি  ভেঙে দিল নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র? সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না” তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)