শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চা-চক্রে খোলামেলা আলোচনা করতে পারে বিএনপি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চা-চক্রে খোলামেলা আলোচনা করতে পারে বিএনপি
৩৩৬ বার পঠিত
শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চা-চক্রে খোলামেলা আলোচনা করতে পারে বিএনপি

---পক্ষকাল সংবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে বিএনপির খোলামেলা আলোচনা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চা খেতে খেতে কথা বলা যায়, আলোচনা করা যায়। রাজনীতিবিদরা রাজনীতির কথাই বলবেন। ফলে চা-চক্রে বিএনপির প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে পারেন। বলার মতো কিছু থাকলে প্রধানমন্ত্রীকে বলতে পারেন।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেয়া বিএনপির নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটি গণতন্ত্র এবং বিএনপির অস্তিত্বের জন্য শুভ নয়।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি খাদের কিনারে পৌঁছে গেছে। তারা খাদে পতিত হবে।’

এছাড়া বিএনপিকে সংসদে আসার জন্য আবারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদে সমালোচনা করলে তার আলোড়ন তৈরি হয়। যদি বিএনপি সংসদে না আসে তাহলে বন্ধু রাষ্ট্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে।’

বিএনপির পুনরায় নির্বাচনের যে দাবি তুলেছে তার জন্য দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি (শনিবার) গণভবনে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)