বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » » সার্কের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দিলো ভারত
সার্কের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দিলো ভারত
![]()
পক্ষকাল সংবাদ ঃ
বৈজ্ঞানিক ডাটাবেজ এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রগুলো ব্যবহারের সুবিধা ছড়িয়ে দিতে স্টেট-অব-দ্য-আর্ট ন্যাশনাল নলেজ নেটওয়ার্কে (এনকেএন) যুক্ত করার জন্য সার্কভুক্ত দেশগুলোর যে তালিকা করেছে ভারত, সেখান থেকে পাকিস্তানকে বাদ দেয়া হয়েছে। ভারত নিজ থেকে এ সিদ্ধান্ত নিলেও এটাকে তারা “সার্ক ইনিশিয়েটিভ” হিসেবে চালানোর চেষ্টা করছে।গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক স্থাপনের জন্য এনকেএন-এর সঙ্গে অন্য দেশগুলোকে যুক্ত করতে এরইমধ্যে একটি টেলিকম কোম্পানিকে দায়িত্ব দিয়েছে ভারত সরকার। এতে সার্কভুক্ত ছয়টি দেশ- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাকে যুক্ত করা হবে। পাকিস্তান একমাত্র সার্কভুক্ত দেশ, যাকে এই প্রকল্প থেকে বাদ দেয়া হয়েছে।
এনকেএন একটি মাল্টি-গিগাবাইট প্যান-ইন্ডিয়া নেটওয়ার্ক যেটা ভারতের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং পরবর্তী প্রজন্মের অ্যাপ্লিকেশান তৈরি ও সেবা দেয়ার জন্য কাজ করছে। টিইআইএন-ফোর, জিএআরইউডিএ, সিইআরএন এবং ইন্টারনেট-টু এর মতো নেটওয়ার্কগুলোর সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে গবেষণাকে এগিয়ে নেয়ার কাজ করছে এনকেএন।
ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে, বৈশ্বিক গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য এনকেএনকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ছড়িয়ে দেবে।
আফগানিস্তান থেকে দিল্লী বা মুম্বাই, বাংলাদেশ থেকে কলকাতা বা দিল্লী, ভুটান থেকে কলকাতা বা দিল্লী, নেপাল থেকে কলকাতা বা দিল্লী, মালদ্বীপ থেকে চেন্নাই বা মুম্বাই এবং শ্রীলঙ্কা থেকে চেন্নাই বা মুম্বাইয়ের মধ্যে এই এনকেএন যোগাযোগ স্থাপন করা হবে। এই পুরো নেটওয়ার্ক পরিচালনার জন্য এটা ব্যবস্থাপনা কেন্দ্র ও নেটওয়ার্ক অপারেশান সেন্টারও স্থাপন করা হবে। আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সাথে যোগাযোগ স্থাপন হবে সাবমেরিন কেবলের মাধ্যমে।
মালটি-গিগাবাইট ক্ষমতাসম্পন্ন এনকেএন নেটওয়ার্কের মাধ্যমে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, লাইব্রেরি, গবেষণাগার, স্বাস্থ্যসেবাকেন্দ্র এবং কৃষি প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করা হবে। পারমানবিক, মহাশূণ্য ও প্রতিরক্ষা গবেষণাও এনকেএনের সঙ্গে সংযুক্ত। বিভিন্ন জটিল ও নতুন নতুন ক্ষেত্রে গবেষণা এগিয়ে নেয়ার জন্য, বিভিন্ন আন্তর্জাতিক কেন্দ্র যেমন জেনেভা, আমস্টারডাম ও সিঙ্গাপুরের সাথে যোগাযোগ রয়েছে এনকেএনের। শিগগিরই নিউ ইয়র্কেরও সাথেও যোগাযোগ স্থাপন করবে এনকেএন।




“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”